সর্বদমন ডি ব্যানার্জী
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সর্বদমন ডি. ব্যানার্জী (सर्वदमन D. बैनरजी) হলেন একজন ভারতীয় অভিনেতা। হিন্দি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র এবং তেলুগু চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পরিচিত ।[১] রামানন্দ সাগর এর বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক কৃষ্ণ (১৯৯৩) তে ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় তাকে অধিক পরিচিত ও জনপ্রিয় করে তোলে। তিনি আরো অনেক ছবিতে নাম ভূমিকায় করেন । যেমন আদি শংকরাচার্য (১৯৮৩), যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সেরা ফিচার ছবি অর্জন করে, এবংস্বামী বিবেকানন্দ । ১৯৮৬ সালের ছবি সিরিভেন্নেলাতে তিনি এক অন্ধ বাঁশি বাদকের ভূমিকা নেভান।[২]
সর্বদমন ডি. ব্যানার্জী | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
তিনি ১৯৬৫ সালের ১৪ই মার্চ তিনি উত্তর প্রদেশে উন্নাও-এর মগরওয়ারায় এক সম্ভ্রান্ত বাঙ্গালি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন।তিনি কানপুরে সেন্ট. আলোসিয়াস স্কুলে পড়েন এবং পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঋষিকেশ-এ থাকেন। সেখানে তিনি ধ্যানযোগ শিক্ষা দিয়ে থাকেন।[১] সম্প্রতি উত্তরাখণ্ডে তিনি একটি এনজিও সংস্থা পঙ্খকে সহায়তা করে যাচ্ছেন। যার কাজ হলো উত্তরাখণ্ডের বস্তির ২০০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান এবং ৫০ জন অনগ্রসর মহিলাকে জীবিকা নির্বাহ মূলক শিক্ষা দেয়া।[৩]
বছর | ছবি | ভূমিকায় |
---|---|---|
২০১৬ | এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | চঞ্চল |
২০০৪ | পাইও মারো ভগবান | |
১৯৯৯ | স্বামী বিবেকানন্দ | স্বামী বিবেকানন্দ |
১৯৯১ | মাধবত্যানা | |
১৯৮৭ | ও প্রেমা কথা | |
১৯৮৭ | স্বয়াম ক্রুশি | ভাস্কর |
১৯৮৬ | সিরিভেন্নেলা | পন্ডিত হরিপ্রসাদ |
১৯৮৫ | শ্রী দত্ত দর্শনম | শ্রীদত্ত |
১৯৮৫ | বল্লভাচার্য গুরু | |
১৯৮৩ | আদি শংকরাচার্য | আদি শংকরাচার্য |
সাল | সিরিজ | চরিত্র |
---|---|---|
১৯৯৩ | কৃষ্ণ(টিভি ধারাবাহিক) | কৃষ্ণ/বিষ্ণু |
১৯৯৫ | অর্জুন | |
২০০১ | জয় গঙ্গা মাইয়া | বিষ্ণু |
২০০৫ | ওম নমো শিবায়(টিভি ধারাবাহিক) | রাজকুমার বৃষধ্বজ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.