Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শেরেমেতিয়েভো আলেকজান্ডার এস পুশকিন আন্তর্জাতিক বিমানবন্দর (আইএটিএ: এসভিও, আইসিএও: ইউইউইই) মস্কো শহরকে যে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী পরিষেবা পরিবেশন করে তার মধ্যে একটি। এটি রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দর, পাশাপাশি ইউরোপের অষ্টম-ব্যস্ততম বিমানবন্দর। মূলত একটি সামরিক বিমানবন্দর হিসাবে নির্মিত শেরেমেতিয়েভো ১৯৫৯ সালে একটি বেসামরিক বিমানবন্দরে রূপান্তরিত হয়[1] এবং ১৯৯৯ সালের একটি প্রতিযোগিতার মাধ্যমে রাশিয়ার কবি আলেকজান্ডার পুশকিনের নামে নামকরণ করা হয়।[2]
শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর Международный аэропорт Шереметьево Mezhdunarodny aeroport Sheremetyevo | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||||||||||
পরিচালক | ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শেরেমেতিয়েভো | ||||||||||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | মস্কো, রাশিয়া | ||||||||||||||||||
অবস্থান | খিমকি, মস্কো ওব্লাস্ট | ||||||||||||||||||
যে হাবের জন্য |
| ||||||||||||||||||
এএমএসএল উচ্চতা | ১৯২ মিটার / ৬৩০ ফুট | ||||||||||||||||||
স্থানাঙ্ক | ৫৫°৫৮′২২″ উত্তর ০৩৭°২৪′৫৩″ পূর্ব | ||||||||||||||||||
ওয়েবসাইট | svo.aero | ||||||||||||||||||
মানচিত্র | |||||||||||||||||||
রানওয়ে | |||||||||||||||||||
| |||||||||||||||||||
পরিসংখ্যান (২০১৯) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
সূত্র: শেরেমেতিয়েভো বিমানবন্দর |
বিমানবন্দরটিতে ছয়টি টার্মিনাল রয়েছে: চারটি আন্তর্জাতিক টার্মিনাল (একটি নির্মাণাধীন), একটি ঘরোয়া টার্মিনাল এবং একটি বেসরকারি বিমান চলাচল টার্মিনাল।[1][3] এটি মস্কো ওব্লাস্টের খিমকি শহরে মধ্য মস্কো থেকে ২৯ কিমি (১৮ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।[4]
বিমানবন্দরটি ২০১৭ সালে প্রায় ৪০.১ মিলিয়ন যাত্রী এবং ৩,০৮,০৯০ টি উড়ান চলাচল পরিচালনা করে। ২০১৮ সালে বিমানবন্দরে যাত্রী চলাচল ১৪.৩% বৃদ্ধি পেয়ে হয় ৪৫.৮ মিলিয়ন।[5] বছরের পর বছর বিমানে উড়ানের বৃদ্ধি ছিল ১৫.৯%।[6] শেরেমেতিয়েভো রাশিয়ার পতাকাবাহী ওরোফ্লট ও এর শাখা রসিয়া এয়ারলাইন্স, নর্ডউইন্ড এয়ারলাইন্স ও এর শাখা পেগাস ফ্লাই, রয়্যাল ফ্লাইট এবং ইউরাল এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে।[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.