রেসিফি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রেসিফি (পর্তুগিজ: Recife, আইপিএ: ʁeˈsifi) হচ্ছে ব্রাজিলের ৪র্থ বৃহত্তম[1] মেট্রোপলিটান শহর। শহরটির লোকসংখ্যা প্রায় ৩৭,৬৮,৯০২, এবং এটি ব্রাজিলের উত্তর/উত্তরপূর্ব অঞ্চলের সর্ববৃহৎ শহর। সেই সাথে এটি ব্রাজিলের পের্নাম্বুকো প্রদেশের রাজধানী। ২০০৯ সালে শহরটির জনসংখ্যা ছিলো প্রায় ১৫,৬১,৬৫৯।[2] বেবেরিবে নদী ও ক্যাপিবারিবে নদীর একসাথে মিলিত হয়ে যেখানে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে, সেখানে শহরটি অবস্থিত। একই সাথে এটি আটলান্টিক মহাসাগরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। পর্তুগিজ ভাষায় রেসিফি অর্থ প্রবাল, এবং এই শহরের উপকূল জুড়ে বিস্তৃত প্রবাল প্রাচীর লক্ষ্য করা যায়। রেসিফির আশে পাশে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে প্রায় ৫০টি সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। শহরটির এই বৈশিষ্ট্যের কারণে একে ব্রাজিলের ভেনিস হিসেবে অভিহিত করা হয়।
রেসিফি | |
---|---|
পৌরসভা | |
দ্য মিউনিসিপ্যালিটি অফ রেসিফি | |
ডাকনাম: ভেনেজা ব্রাজিলিয়েরা (ব্রাজিলীয় ভেনিস), ক্যাপিটাল অফ দ্য নর্থইস্ট অ্যান্ড মাউরিসিয়া (ওলন্দাজ উপনিবেশের পর) | |
নীতিবাক্য: Ut Luceat Omnibus (লাতিন) যেনো এটি সবার ওপর উজ্জলতা ছড়াতে পারে (ম্যাথিউ ৫:১৫) | |
ব্রাজিলে রেসিফির অবস্থান | |
স্থানাঙ্ক: ৮°৩′ দক্ষিণ ৩৪°৫৪′ পশ্চিম | |
দেশ | ব্রাজিল |
অঞ্চল | উত্তরপূর্ব |
প্রদেশ | পের্নাম্বুকো |
স্থাপিত | ১২ মার্চ, ১৫৩৭ |
গোড়াপত্তন (গ্রাম হিসেবে) | ১৭০৯ |
গোড়াপত্তন (শহর হিসেবে) | ১৮২৩ |
সরকার | |
• মেয়র | জেরালদো জুলিও দে মেল্লো ফিলহো (জেরালদো জুলিও) (পিএসবি) |
আয়তন | |
• পৌরসভা | ২১৮ বর্গকিমি (৮৪.১৭ বর্গমাইল) |
• মহানগর | ২,৭৬৮ বর্গকিমি (১,০৬৮.৭ বর্গমাইল) |
উচ্চতা | ১০ মিটার (৩৩ ফুট) |
জনসংখ্যা (২০১২) | |
• পৌরসভা | ১৫,৫৫,০৩৯ (৯ম) |
• জনঘনত্ব | ৭,১৩৩.২/বর্গকিমি (১৮,৫৩৭.৯/বর্গমাইল) |
• মহানগর | ৩৭,৪৩,৮৫৪(৬ষ্ঠ) |
• মহানগর জনঘনত্ব | ১,৩৫২.৫/বর্গকিমি (৩,৫২৭/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইউটিসি-৩ (ইউটিসি-৩) |
পোস্ট কোড | ৫০০০০-০০০ |
এলাকা কোড | +৫৫ ৮১ |
এইচডিআই (২০০০) | ০.৭৯৭ – মধ্য |
ওয়েবসাইট | রেসিফি, পেনাম্বুকো |
রেসিফি মহানগরীয় অঞ্চল হচ্ছে পের্নাম্বুকো প্রদেশের প্রধান শিল্পাঞ্চল। এখানকার মূল উৎপাদিত পণ্যসামগ্রী ও কাঁচামালের মধ্যে রয়েছে ইক্ষু ও ইক্ষু থেকে উৎপন্ন চিনি ও ইথানল (ইথানল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়), ইলেকট্রনিক্স পণ্যসাগমগ্রী, খাদ্য ও অন্যান্য। সরকারের রাজস্ব ভর্তুকির মাধ্যমে ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকে বেশ কিছু শিল্প উদ্যোগ এখানে প্রতিষ্ঠিত হয়। রেসিফি ব্রাজিলের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এ শহরে অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫২,৫০০, এছাড়াও রেসিফির মূল মহানগরীয় অঞ্চলে আরও ৩২,০০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান অবস্থিত। সব মিলিয়ে রেসিফিতে অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৮৫,০০০।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.