Loading AI tools
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শহীদ হাসান মিশা (মিশা সওদাগর নামেই অধিক পরিচিত; জন্ম: ৪ জানুয়ারি ১৯৬৬)[1][3][4] হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল পর্যন্ত, তিনি ৯৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[5] সাধারণত চলচ্চিত্রে তিনি খলনায়ক হিসাবে অভিনয় করে থাকেন। বস নাম্বার ওয়ান (২০১১), অল্প অল্প প্রেমের গল্প (২০১৪) এবং বীর (২০২০) ছবিতে তার ভূমিকার জন্য তিনি ৩ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।[6]
মিশা সওদাগর | |
---|---|
জন্ম | শাহীদ হাসান ৪ জানুয়ারি ১৯৬৬[1] |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৮–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | জোবায়দা রব্বানী মিতা (বি. ১৯৯৩) |
সন্তান | ২ [2] |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩ বার) |
মিশা সওদাগর ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শাহীদ হাসান হিসাবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। তিন ভাই ও দুই বোনের মধ্যে মিশা চতুর্থতম। তার দাদার নাম জুম্মন সওদাগর। মিশার স্ত্রীর নাম মিতা, এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে, বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী।[7][8]
১৯৯৩ সালে ৫ ডিসেম্বর জোবায়দা রব্বানী মিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[9] স্ত্রীর মিতা নামের ‘মি’ এবং নিজের নামের ‘শা’ একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা। দাদার নামের থেকে সওদাগর উপাধি নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর।[2][7][10][11]
মিশা ১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি, কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্যের দেখা পাননি।[3] পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খলচরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজ উদ্দিন রিজভী পরিচালিত আশা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। যাচ্ছে ভালবাসা (১৯৯৪) তার খলনায়ক হিসেবে অভিনয় করা মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।[3]
২০১১ সালের ২০শে মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[12]
২০১৩ সালে তাকে ফাগুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান পাঁচফোড়ন-এর সঞ্চালক হিসেবে দেখা যায়। পূর্বে তিনি ফাগুন অডিও ভিশনের ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া একই বছর তিনি মাহফুজ আহমেদের পরিচালনায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকে অভিনয় করেন। নাটকে অভিনয় প্রসঙ্গে মিশা বলেন, "আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে। কিন্তু আমি নাটকে কাজ করি না। এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি মাহফুজ আহমেদের অনুরোধের কারণেই।" প্রসঙ্গত, মিশা অভিনীত প্রথম টেলিভিশন নাটক হল একুশে টেলিভিশনে প্রচারিত জুয়েল মাহমুদের ললিতা।[13]
মিশা ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন।[14] ২০২৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে তিনি তৃতীয়বার সভাপতি পদে নির্বাচিত হন।[15]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১১ | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়ের জন্য | বস নাম্বার ওয়ান | বিজয়ী | [16] |
২০১৪ | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য | অল্প অল্প প্রেমের গল্প | বিজয়ী | [17] |
২০১৮ | বাচসাস পুরুষ্কার | শ্রেষ্ঠ পাশ্বচরিত্র অভিনেতা অভিনেয়র জন্য | জান্নাত | বিজয়ী | [18] |
২০২০ | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী | বীর | বিজয়ী | [19] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.