Remove ads
মামলুক সালতানাত (আরবি: سلطنة المماليك Sulṭanat al-Mamālīk) ছিল মধ্যযুগের মিশর, লেভান্ট, তিহামাহ ও হেজাজ জুড়ে বিস্তৃত একটি রাজ্য। আইয়ুবীয় রাজবংশের পতনের পর থেকে ১৫১৭ সালে উসমানীয় সাম্রাজ্যের মিশর বিজয়ের আগ পর্যন্ত মামলুকরা ক্ষমতায় ছিল। সালতানাতের শাসকশ্রেণী মামলুক ছিল। মামলুকরা ছিল কুমান কিপচাক,[৩] সিরকাসিয়ান ও জর্জিয়ান বংশোদ্ভূত দাস।[৪][৫][৬][৭] মামলুকদের ক্রয়ের সময় তাদের অবস্থান সাধারণ দাসদের উপরে থাকত। অন্যরা অস্ত্র বহন বা নির্দিষ্ট কিছু কাজের অনুমতিপ্রাপ্ত ছিল না। সাধারণ মুক্ত মিশরীয় মুসলিমদের চেয়ে মামলুকদের সামাজিক অবস্থান উপরে ছিল। পরবর্তীতে পতন হলেও মামলুক সালতানাত একসময় মিশরীয় ও সিরীয় রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সর্বোচ্চ শিখরে পৌছায়।[৮]
মিশরের মামলুক সালতানাত سلطنة المماليك Sulṭanat Misr al-Mamālīk Dawla al-Turkiyya | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২ মে ১২৫০–২২ জানুয়ারি ১৫১৭ | |||||||||||||||||||
কাটালান আটলাস অনুযায়ী মামলুক মিশরীয় পতাকা। | |||||||||||||||||||
মিশরের মামলুক সালতানাত, আনুমানিক ১৩১৭। | |||||||||||||||||||
রাজধানী | কায়রো | ||||||||||||||||||
প্রচলিত ভাষা | আরবি (মিশরীয় ও ধ্রুপদি)[১] Turkic (Oghuz and Cuman-Kipchak)[১] Circassian[২] | ||||||||||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||||||||||
সুলতান | |||||||||||||||||||
• ১২৫০ | শাজারাতুদ দুর | ||||||||||||||||||
• ১২৫০–১২৫৭ | ইযযুদ্দিন আইবাক | ||||||||||||||||||
• ১২৬০-১২৭৭ | বাইবার্স | ||||||||||||||||||
• ১৫১৬–১৫১৭ | দ্বিতীয় তুমান বে | ||||||||||||||||||
ইতিহাস | |||||||||||||||||||
• তুরানশাহের মৃত্যু | ২ মে ১২৫০ | ||||||||||||||||||
• রিদানিয়ার যুদ্ধ | ২২ জানুয়ারি ১৫১৭ | ||||||||||||||||||
| |||||||||||||||||||
বর্তমানে যার অংশ |
'মামলুক সালতানাত' একটি আধুনিক ঐতিহাসিক শব্দ।[৯] বাহরি মামলুকদের সময়কালের আরবি সূত্রগুলি রাজবংশকে 'তুর্কিদের রাজ্য' (দৌলত আল-আত্রাক বা দৌলত আল-তুর্ক) বা 'তুরস্কের রাজ্য' (আল-দাওলা আল-তুর্কিয়া) হিসাবে উল্লেখ করে।[১০][১১][৯] বুর্জি শাসনামলে, অন্য সরকারী নাম ছিল 'সার্কাসিয়ানদের রাজ্য' (দৌলত আল-জারাকিসা)। এর একটি বৈকল্পিক (আল-দাওলা আল-তুর্কিয়া আল-জারাকিসিয়া) এই বিষয়টির উপর জোর দিয়েছিল যে সার্কাসিয়ানরা তুর্কিভাষী ছিল।[৯]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.