মাথাভাঙ্গা মহকুমা

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মাথাভাঙ্গা মহকুমাmap

মাথাভাঙ্গা মহকুমা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি শহরপৌরসভা এলাকা। শহরের এলাকা ছাড়া মাথাভাঙ্গা ৩টি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। যথা-১) শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক ২)মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক, ৩)মাথাভাঙ্গা ২ সমষ্টি উন্নয়ন ব্লক। এছাড়া ২৮টি গ্রামপঞ্চায়েত নিয়ে মাথাভাঙ্গা মহকুমা গঠিত। মাথাভাঙ্গাতে এর সদর দফতর রয়েছে।

দ্রুত তথ্য মাথাভাঙ্গা মহকুমা, দেশ ...
মাথাভাঙ্গা মহকুমা
মহকুমা
Thumb
মাথাভাঙ্গা মহকুমা
Thumb
মাথাভাঙ্গা মহকুমা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান
স্থানাঙ্ক: ২৬.৩৩° উত্তর ৮৯.২২° পূর্ব / 26.33; 89.22
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকোচবিহার
সদর দপ্তরমাথাভাঙ্গা
ভাষা
  অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-WB
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটwb.gov.in
বন্ধ

এলাকা

মাথাভাঙ্গা মহকুমাতে মাথাভাঙ্গা পৌরসভা ছাড়া আরো ৩টি সমষ্টি উন্নয়ন ব্লক আছে। যেমন শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক, মাথাভাঙ্গা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং মাথাভাঙ্গা-২ সমষ্টি উন্নয়ন ব্লক।[]

Thumb

শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক

শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক ৮টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই ব্লকের সদর দফতর ও থানা হল শীতলকুচি।[]

মাথাভাঙ্গা-১ সমষ্টি উন্নয়ন ব্লক

মাথাভাঙ্গা-১ সমষ্টি উন্নয়ন ব্লক ১০টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর মাথাভাঙ্গা এবং এই এলাকা মাথাভাঙ্গা ও ঘোকসাডাঙ্গা নিয়ে থানা গঠিত।[]

মাথাভাঙ্গা-২ সমষ্টি উন্নয়ন ব্লক

মাথাভাঙ্গা-২ সমষ্টি উন্নয়ন ব্লক ১০টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর ভোগমারা এবং এই এলাকা মাথাভাঙ্গা ও ঘোকসাডাঙ্গা নিয়ে থানা গঠিত।[]

বিধানসভা কেন্দ্র

মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র

মাথাভাঙ্গা পৌরসভা, মাথাভাঙ্গা-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং মাথাভাঙ্গা-১ সমষ্টি উন্নয়ন ব্লকের হাজরাহাট-১, হাজরাহাট-২ এবং পঞ্চগড় গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র[]

শীতলকুচি বিধানসভা কেন্দ্র

মাথাভাঙ্গা-১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্য ৭টি গ্রামপঞ্চায়েত যেমন বৈরাগীরহাট, কুরসামারী, শিখরপুর, গোপালপুর, জর্পটকি, নাহারহাট ও কেদারহাট নিয়ে গঠিত শীতলকুচি বিধানসভা কেন্দ্র[]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.