Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউরোপ মহাদেশের অস্ট্রিয়া রাষ্ট্রের রাজধানী ভিয়েনার পাতাল ট্রেন জাতীয় দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার নাম ভিয়েনা উ-বান। এটি ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।[4] ব্যবস্থাটিতে ৫টি লাইন ও ১০৯টি বিরতিস্থল বা স্টেশন আছে।[1] দৈনিক গড়ে ১৩ লক্ষ যাত্রী[2] এবং বছরে প্রায় ৪৪ কোটি যাত্রী এই গণপরিব্যবস্থাটির সেবা উপভোগ করেন।[3][2]
ভিয়েনা উ-বান Vienna U-Bahn | |||
---|---|---|---|
| |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
অবস্থান | ভিয়েনা, অস্ট্রিয়া | ||
পরিবহনের ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা | ||
লাইনের (চক্রপথের) সংখ্যা | ৫[1] | ||
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ১০৯[1] | ||
দৈনিক যাত্রীসংখ্যা | ১৩ লক্ষ (দৈনিক গড়, ২০০৯)[2] | ||
বাৎসরিক যাত্রীসংখ্যা | ৪৪ কোটি ১ লক্ষ (২০১৬)[3] | ||
ওয়েবসাইট | Wiener Linien ভিনার লিনিয়েন | ||
চলাচল | |||
চালুর তারিখ | ৮ মে ১৯৭৬ (test operation) ২৫ ফেব্রুয়ারি ১৯৭৮[4] (আনুষ্ঠানিক উদ্বোধন) | ||
পরিচালক সংস্থা | ভিনার লিনিয়েন (Wiener Linien) | ||
একক গাড়ির সংখ্যা | ৭৭৮[1] | ||
দুই রেলগাড়ীর মধ্যবর্তী সময় | ২–১৫ মিনিট | ||
কারিগরি তথ্য | |||
মোট রেলপথের দৈর্ঘ্য | ৮৩.৩ কিমি (৫১.৮ মা)[5][6] | ||
রেলপথের গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) | ||
বিদ্যুতায়ন | ৭৫০ ভোল্ট ডিসি তৃতীয় রেল (U1–U4) ঊর্ধ্বস্থিত লাইন (U6) | ||
গড় গতিবেগ | ৩২.৫ কিমি/ঘ (২০.২ মা/ঘ)[5] | ||
শীর্ষ গতিবেগ | ৮৫ কিমি/ঘ (৫৩ মা/ঘ) | ||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.