Loading AI tools
মার্কিন পেশাদার কুস্তিগীর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইন্ডহ্যাম লরেন্স রোটুন্ডা (২৩ মে ১৯৮৭ - ২৪ আগস্ট ২০২৩) ছিলেন একজন আমেরিকান পেশাদার কুস্তিগির। ২০০৯ থেকে ২০২৩ সালে তার মৃত্যু পর্যন্ত তিনি ডাব্লিউডাব্লিউই-তে তার কার্যকালের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন , রিং নামে ব্রে ওয়াট।
ব্রেই ওয়্যাট | |
---|---|
জন্ম নাম | উইন্ডহ্যাম লরেন্স রোটুন্ডা |
জন্ম | [1] ব্রুকসভিল, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র[2] | মে ২৩, ১৯৮৭
মৃত্যু | ২৪ আগস্ট ২০২৩ ৩৬) | (বয়স
শিক্ষা প্রতিষ্ঠান | ট্রয় বিশ্ববিদ্যালয় |
দাম্পত্য সঙ্গী | স্টেফানি রোটুন্ডা |
পরিবার | মাইক রোটুন্ডা (পিতা) বো ড্যালাস (ভাই) ব্যারি উইন্ডহ্যাম (চাচা) কেন্ডল উইন্ডহ্যাম (চাচা) ব্ল্যাকজ্যাক মুলিগান (পিতামহ) |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | অ্যালেক্স রোটুন্ডা[2] Alex Rotundo Axel Mulligan ব্রেই ওয়্যাট Duke Rotundo Husky Harris Windham Rotunda Windham Rotundo |
কথিত উচ্চতা | ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)[3] |
কথিত ওজন | ২৮৫ পা (১২৯ কেজি)[3] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | ব্রুকসভিল, ফ্লোরিডা[4] Lafayette, Louisiana[5] Snake Bight, Florida[6] |
প্রশিক্ষক | ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউডাব্লিউই এনএক্সটি[2] ব্যারি উইন্ডহ্যাম[2] |
অভিষেক | ২০০৯[2] |
রোটুন্ডা হেরমান্ডো হাই স্কুলে পড়াশোনা করেছেন, ২০০৫ সালে সেখানে সে ২৭৫ পাউন্ড (১২৫ কেজি) এ অপেশাদার কুস্তি চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেন।[1][7] ২০০৫ সালে তিনি হাই স্কুল থেকে স্নাতক লাভ করেন। তিনি ফুটবলে ডিফেনসিভ ট্যাকল এবং গার্ড হিসেবে খেলতেন। দুইটি সিজনের জন্য রোটুন্ডা কলেজ অব দ্য সিকুইয়াস এর হয়ে খেলেছেন। তিনি দ্বিতীয় বর্ষের আক্রমাণত্মক রক্ষক হিসেবে দ্বিতীয়-দল অল-আমেরিকান সম্মান অর্জন করেছেন।[7] তিনি টোরি বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলে বৃত্তি লাভ করেছেন, সেখানে তিনি দুই বছরের জন্য কলেজিয়েট ফুটবল খেলেছেন[1] তিনি কুস্তিগির হবে বলে সিদ্ধান্ত নেওয়ার পর টোরি ত্যাগ করেন।[7]
২০০৯ সালের এপ্রিল মাসে রোটুন্ডার অ্যালেক্স রোটুন্ডো নাম ব্যবহার করে জয়ের সাথে তার ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং (FCW) এ অভিষেক হয়।পরে তিনি তার নাম পরিবর্তন করে ডুক রোটুন্ডো রাখেন। ২০০৯ সালের জুন মাসে, রোটুন্ডা তার ছোট ভাই, বো এর সাথে দল গঠন করেন।[8] জুলাই ২৩ এর এফসিডাব্লিউ টেলিভিশন ট্যাপিং এ, ফ্লোরিডা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর এক নম্বর প্রতিদ্বন্দী হওয়ার জন্য দ্য রোটুন্ডো ব্রাদারস ডুড বাস্টারসকে (ক্যাইলেন ক্রফট এবং ট্রেন্ট ব্যারেটা) পরাজিত করে।[8] ঐ একই রাতে, তারা জাস্টিন এঙ্গেল এবং ক্রিস লোগানকে হারিয়ে ফ্লোরিডা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয় লাভ করে।[8] তারা সফলভাবে ড্যাইলান ক্লেইন এবং ভ্যান্স আরচার এবং কার্ট হকিন্স এবং হেথ স্লাটারের দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ রক্ষা করেছেন।[8] ১৯ নভেম্বরের এফসিডাব্লিউই টেলিভিশন ট্যাপিং এ, ডুড ব্রাদারস রোটুন্ড ব্রাদারসকে হারিয়ে এফসিডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেন।[8]
রোটুন্ডা অকল্যান্ড রাইডার্স এর ভক্ত[9]
* প্রবেশ সঙ্গীত
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.