বালা (২০১৯-এর চলচ্চিত্র)
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বালা হলো একটি হিন্দি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর ও ইয়ামি গৌতম। চলচ্চিত্রটি দম লাগাকে হ্যায়সা ও শুভ মঙ্গল সাবধান এর পর আয়ুষ্মান-ভূমির তৃতীয় চলচ্চিত্র এবং ভিকি ডোনর এর পর আয়ুষ্মান-ইয়ামির দ্বিতীয় চলচ্চিত্র।[১]
বালা | |
---|---|
![]() বালা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | অমর কোশিক |
প্রযোজক | দিনেশ ভিজন |
রচয়িতা | নীরেন ভাট্ট |
শ্রেষ্ঠাংশে | আয়ুষ্মান খুরানা ভূমি পেডনেকর ইয়ামি গৌতম |
সুরকার | শচীন - জীগার |
চিত্রগ্রাহক | অনুষ রাজেকর ধাওয়ান |
সম্পাদক | হেমন্তি সরকার |
প্রযোজনা কোম্পানি | এএ ফিল্মস
ম্যাডলক ফিল্মস জিও স্টুডিওস |
মুক্তি | ৭ নভেম্বর ২০১৯ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
- আয়ুষ্মান খুরানা - বালমুকুন্দ "বালা" শুক্লা[২]
- ভূমি পেডনেকর - লতিকা ত্রিবেদী
- ইয়ামি গৌতম - পারি মিশ্রা
- জাভেদ জাফরি - বচ্চন দুবে
- সৌরভ শুক্লা - হরিক্ষিত "হরি" শুক্লা
- সীমা ভার্গভা পাহওয়া - ইন্দিরা "আনরা" জাকারিয়া
- অভিষেক বন্দ্যোপাধ্যায় - অজিত "আজ্জু" সাইনি
নির্মাণ
বালা চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় ২০১৯ সালের মে মাসের ৬ তারিখ থেকে।[২][৩][৪]
বিপণন ও মুক্তি
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.