বারসোই–রাধিকাপুর শাখা রেলপথ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বারসোই–রাধিকাপুর শাখা রেলপথ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত একটি রেলপথ। এই রেলপথে যাত্রীবাহী ট্রেন ও কিছু মালবাহী ট্রেন চলাচল করে।[]

দ্রুত তথ্য বারসোই–রাধিকাপুর রেলপথ, সংক্ষিপ্ত বিবরণ ...
বারসোই–রাধিকাপুর রেলপথ
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকভারতীয় রেল
অঞ্চলপশ্চিমবঙ্গ ও বিহার
স্টেশন১৩
পরিষেবা
পরিচালকউত্তর-পূর্ব সীমান্ত রেল
ইতিহাস
চালু১৮৮৯ ( ২০০৬ সাল থেকে ব্রড গেজ)
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য৫৩.৪৪ কিলোমিটার (৩৩ মাইল)
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি)
চালন গতি১০০
যাত্রাপথের মানচিত্র

কিমি
বারসোই–নিউ ফারাক্কা বিভাগ
বারসোই জংশন
কাটিহার–শিলিগুড়ি রেলপথ
ধচনা
১১
কচনা
১৫
ঝিটকিয়া
কাটিহার–শিলিগুড়ি রেলপথ
৪৩
ডালখোলা
কাটিহার–শিলিগুড়ি রেলপথ
৩৬
দোমোহোনা
৩১
করণদিঘি
২৩
টুনিদিঘি
১৯
আলতাপুর
১৪
বিলাশপুর হাট
নাগর নদী
কুলিক নদী
রায়গঞ্জ–ডালখোলা রেলপথ
(পরিকল্পিত)
২১
রায়গঞ্জ
২৮
বামনগ্রাম
৩২
বাংলাবাড়ি
৪১
কালিয়াগঞ্জ
৪৭
ডালিমগাঁ
৫৩
রাধিকাপুর
ভারত
বাংলাদেশ
সীমান্ত
৬৩
বিরল
৬৯
কাঞ্চন
কিমি
সূত্র: ইন্ডিয়া রেল ইনফো[]
বন্ধ

ইতিহাস

আসাম বিহার স্টেট রেলওয়ে ১৮৮৯ সালে পার্বতীপুর থেকে কাটিহার পর্যন্ত মিটারগেজ রেলপথ প্রসারিত করে।[] ১৯৪৭ সালে ভারত বিভাগের সাথে, কাটিহার-রাধিকাপুর অংশটি ভারতে অন্তর্ভুক্ত হয় এবং বিরল-পার্বতীপুর অংশটি পাকিস্তানে (পরবর্তীতে বাংলাদেশ) অন্তর্ভুক্ত হয়।

রেলপথ

Thumb
বারসোই–রাধিকাপুর শাখা রেলপথের প্রান্তিক স্টেশনের রাধিকাপুর

এই শাখা লাইনটি বারসোই রেলওয়ে স্টেশন থেকে শুরু হয় এবং রাধিকাপুর রেলওয়ে স্টেশনে শেষ হয়, যেখানে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। বারসোই-রাধিকাপুর অংশটি ২০০৬ সালে ব্রডগেজে রূপান্তরিত হয়।[] বাংলাদেশের দিকে সংশ্লিষ্ট স্টেশন হল দিনাজপুর জেলার বিরল।[][] রাধিকাপুর-বিরল অংশের ট্রানজিট সুবিধা ২০০৫ সালের ১লা এপ্রিল থেকে স্থগিত রয়েছে।[] বাংলাদেশের অংশটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পরে ২০১৭ সালের মার্চ মাস থেকে ভারতে হয়ে নেপাল থেকে বাংলাদেশ বোল্ডার নিয়ে পণ্যবাহী ট্রেন যাতায়াত করছে এবং এটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ২০১৭ সালের এপ্রিল মাসে ঘোষণা করা হয়েছিল। ভারতের দিকে রেলওয়ে ট্র্যাকটি ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিমি) বিশিষ্ট ব্রডগেজে রূপান্তরিত হয়েছে, যেখানে বাংলাদেশের দিকে মিটার গেজ রয়ে গেছে।[][]

এই শাখা রেলপথে মোট ১৩ টি রেলওয়ে স্টেশন রয়েছে। তাদের মধ্যে ১০ টি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এবং বাকিগুলি বিহারের কাটিহার জেলায় অবস্থিত।[১০]

স্টেশন

রেলপথে অবস্থিত রেলওয়ে স্টেশনসমূহের তালিকা নিম্নে দেওয়া হলো[১০][১১][১২]

আরও তথ্য স্টেশন কোড, স্টেশনের নাম ...
স্টেশন কোডস্টেশনের নামদূরত্ব (কিমি)
আরডিপিরাধিকাপুর০.০
ডিএলএক্সডালিমগাঁ৬.২
কেএজেকালিয়াগঞ্জ১২.১
বিজেওয়াইবাংলাবাড়ি২১.৯
বিএমজিআরবামনগ্রাম২৫.১
আরজিজেরায়গঞ্জ৩২.২
জেটিকেঝিটকিয়া৩৮.৮
কেএইউকচনা৪২.৮
ডিএইচএনএধচনা৪৯.১
বিওইবারসোই জংশন৫৩.৪
বন্ধ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.