Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বড় চার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, দ্য বিগ ফোর বা বিগ লিগ পেজেন্টস [১] মহিলাদের চারটি প্রধান আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাকে বোঝায় - মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল এবং মিস আর্থ। [২] [৩] [৪] [৫] [৬] গ্রুপটিকে ২০০৪ সালে চায়না ডেইলি সংবাদপত্র "বিশ্বের চারটি প্রধান সুন্দরী প্রতিযোগিতা" হিসাবে বর্ণনা করেছিল। [৭] [৮] ২০০৮ সালের এপ্রিলে, সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের "বিশ্বের সেরা সুন্দরী প্রতিযোগিতার চারটি" হিসাবে বর্ণনা করে; [৯] [১০] ২০১০ সালে দক্ষিণ কোরীয় শীর্ষস্থানীয় সংবাদপত্র চোসুন ইলবোও একই বর্ণনা ব্যবহার করেছিল। ২০১৭ সালে, ল্যাটিন টাইমস গ্রুপটিকে "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা" হিসাবে বিবেচনা করেছিল। [১১] ২০১৮ সালে, এনবিসি নিউজ তাদের "চারটি বৃহত্তম আন্তর্জাতিক প্রতিযোগিতা" হিসাবে উল্লেখ করে, [১২] যেখানে এজেন্সিয়া ইএফই তাদের ২০১৯ সালে "বিশ্বের চারটি সবচেয়ে প্রভাবশালী সৌন্দর্য প্রতিযোগিতা" হিসাবে চিহ্নিত করেছে। [১৩] [১৪] [১৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.