Loading AI tools
ভারতীয় ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফুটবল ক্লাব পুনে সিটি হল পুনে, মহারাষ্ট্রে অবস্থিত একটি ভারতীয় পেশাদার ফুটবল ক্লাব, যার শেষবার ২০১৮-১৯ ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করেছিল,[5] ভারতীয় ফুটবল লীগ সিস্টেমের শীর্ষ ফ্লাইট,[6] এআইএফএফ- এর লাইসেন্সের অধীনে ক্লাব।[7][8] ক্লাবটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল,[9] যার লক্ষ্য ছিল মহারাষ্ট্র রাজ্যে ফুটবলের বৃদ্ধি ও বিকাশে উদ্দীপনা প্রদান করা এবং ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী মৌসুমে অংশগ্রহণ করেছিল। [10]
পূর্ণ নাম | এফসি পুনে সিটি | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য স্ট্যালিয়নস[1] | |||
সংক্ষিপ্ত নাম | এফসিপিসি[2] | |||
প্রতিষ্ঠিত | ২০১৪[3] | |||
বিলুপ্তি | ২০১৯ | |||
মাঠ | শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স | |||
ধারণক্ষমতা | ৯,১১০ (১১,৯০০ সর্বাধিক)[4] | |||
লিগ | ইন্ডিয়ান সুপার লিগ | |||
|
ক্লাবটির মালিক ছিলেন রাজেশ ওয়াধাওয়ান গ্রুপ, এর প্রবর্তক জনাব কপিল ওয়াধাওয়ান এবং শ্রী ধীরাজ ওয়াধাওয়ান এবং অভিনেতা অর্জুন কাপুর ।[11][12] আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে ক্লাবটি ২০১৯ সালে বিলুপ্ত হয়ে যায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.