Loading AI tools
ডাচ আন্তর্জাতিক কনগ্লোমারেট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কনিনক্লিজকে ফিলিপস এন. ভি. একটি প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর আমস্টারডামে। ১৮৯১ সালে গেরার্ড ফিলিপস এবং ফ্রেডরিক ফিলিপস এটি প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স কোম্পানি এবং ৬০টির বেশি দেশে প্রায় ১২২,০০০ কর্মী রয়েছে। এটি মূলত তিনটি ডিভিশনে বিভক্ত। এগুলো হলো : ফিলিপস কনজিউমার লাইফস্টাইল, ফিলিপস হেলথকেয়ার এবং ফিলিপস লাইটিং।
ধরন | সীমাবদ্ধ সংস্থা |
---|---|
ইউরোনেক্সট: PHIA, NYSE: PHG | |
আইএসআইএন | NL0000009538 |
শিল্প | ইলেক্ট্রনিক্স |
প্রতিষ্ঠাকাল | আইন্দহোভেন, মে ১৫, ১৮৯১ |
প্রতিষ্ঠাতা | জেরার্ড ফিলিপস ফ্রেডরিক ফিলিপস |
সদরদপ্তর | আমস্টারডাম, নেদারল্যান্ডস |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | Jeroen van der Veer (Chairman) Frans van Houten (CEO) |
পণ্যসমূহ | Home appliances লাইটিং মেডিকেল সরঞ্জাম |
আয় | €২৪.৭৮ বিলিয়ন (২০১২)[1] |
সুদ ও করপূর্ব আয় | €১.০৩০ বিলিয়ন (২০১২)[1] |
নীট আয় | €226 মিলিয়ন (২০১২)[1] |
মোট সম্পদ | €২৯.০৭07 বিলিয়ন (২০১২)[1] |
মোট ইকুইটি | €১১.১৪ বিলিয়ন (২০১২)[1] |
কর্মীসংখ্যা | ১২১,২৮৪ (২০১২)[1] |
বিভাগসমূহ | ফিলিপস কনজিউমার লাইফস্টাইল ফিলিপস হেলথকেয়ার ফিলিপস লাইটিং |
ওয়েবসাইট | philips |
ফিলিপস হেলথকেয়ার পণ্যসমূহের মধ্যে রয়েছে:
ক্লিনিকাল ইনফর্মেটিক্স
ইমেজিং সিস্টেম
ডায়াগনোস্টিক মনিটরিং
ডিফিব্রিলেটরস
কনজিউমার
|
প্যাশেন্ট কেয়ার অ্যান্ড ক্লিনিকাল ইনফর্মেটিক্স
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.