ফরিদপুর উপজেলা
পাবনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাবনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফরিদপুর বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
ফরিদপুর | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে ফরিদপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৯′২৯.৯৮৮″ উত্তর ৮৯°২৭′১১.৯৮৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
সরকার | |
• উপজেলা নির্বাহী অফিসার | মোছাঃ শিরিন সুলতানা[১] |
আয়তন | |
• মোট | ১৪৫.৪৭ বর্গকিমি (৫৬.১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ১,৩৫,৪৯১ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৬৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৭৬ ৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফরিদপুর উপজেলা শিক্ষা সংস্কৃতিতে অনন্য। এখানে আছে শতবছরের পুরনো রাজা বনমালী রায় বাহাদুর এর রাজবাড়ী। তাই রাজার নাম অনুসারে এখানে বাজারের নাম হয়েছে বনওয়ারী নগর বাজার। এখানে আছে শতবছরের পুরাতন হাইস্কুল বনওয়ারীনগর সরকারি সি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়। আছে নাম করা কলেজ মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি (অনার্স) কলেজ। আছে বনওয়ারী নগর সিনিয়র ফাজিল মাদরাসা। আরো আছে শতবছরের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ আবাদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়। উপজেলাটি বড়াল নদীর তীরে গড়ে উঠেছে।
ভৌগলিকভাবে ২৪.০০৫’-২৪.০১৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১৭-৮৯.০২৭ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এর অবস্থান। এ উপজেলার উত্তরে ভাঙ্গুড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা, দক্ষিণে সাঁথিয়া উপজেলা ও আটঘরিয়া উপজেলা পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা, পশ্চিমে চাটমোহর উপজেলা ও ভাঙ্গুরা উপজেলা।
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে –
এ উপজেলার মোট জন সংখ্যা ১,২৩,৯১৯ জন। যার মধ্যে ৬৩,৬১৮ জন রয়েছে পুরুষ এবং নারী সংখ্যা ৬০,৩০১ জন।
এ এলাকার প্রায় ৫০% এর বেশী মানুষই শিক্ষিত (যাদের বয়স ৭ বছরের উপরে)। মেয়েদের শিক্ষার হার ৪৩% এবং ছেলেদের শিক্ষার হার ৫১ %।
অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। প্রায় ৭৫-৮৫% লোক কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল। প্রধান ফসল ধান, সরিষা, গম, পাট, খেসারি, পিঁয়াজ ইত্যাদি।
Seamless Wikipedia browsing. On steroids.