প্রদ্যোত রাজবংশ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

প্রদ্যোত রাজবংশ

প্রদ্যোত রাজবংশ (পৃথীভিম ভোক্ষ্যন্তী নামেও ডাকা হয়), [১] একটি প্রাচীন ভারতীয় রাজবংশ, যারা অবন্তীমগধের উপর শাসন করেছিল, যদিও অধিকাংশ পুরাণ (ব্রহ্মাণ্ড পুরাণের একটি পাণ্ডুলিপি বাদে) বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে এই রাজবংশ মগধে বৃহদ্রথ রাজবংশের উত্তরাধিকারী হয়।[২] রাজবংশ ১৩৮ বছর ধরে রাজত্ব করেছিল। [১]

দ্রুত তথ্য প্রদ্যোত রাজবংশ, রাজধানী ...
প্রদ্যোত রাজবংশ

৬৮২ খ্রিস্টপূর্ব–৫৪৪ খ্রিস্টপূর্ব
রাজধানীরাজগির
প্রচলিত ভাষাসংস্কৃত ভাষা
ধর্ম
হিন্দু ধর্ম
সরকারমনার্কি
ইতিহাস 
 প্রতিষ্ঠা
৬৮২ খ্রিস্টপূর্ব
 বিলুপ্ত
৫৪৪ খ্রিস্টপূর্ব
পূর্বসূরী
উত্তরসূরী
বৃহদ্রথা রাজবংশ
বৈদিক যুগ
হার্জনকা রাজবংশ
বর্তমানে যার অংশভারত
বন্ধ
Thumb
মগধ

প্রদ্যোত রাজবংশের প্রতিষ্ঠাতা এবং অবন্তীমগধের শাসক। প্রদ্যোত রাজবংশ ছিল দ্বিতীয় রাজবংশ যারা মগধ শাসন করেছিল। প্রদ্যোত ছিলেন পুলিকার (পুনিকা) পুত্র, যিনি তার পুত্রকে রাজা করার জন্য রাজাগৃহে বৃহদ্রথ রাজবংশের রিপুঞ্জয়কে হত্যা করেছিলেন বলে কথিত আছে।

প্রদ্যোত রাজবংশের পূর্বে বৃহদ্রথ রাজবংশ এবং মগধের হরিয়াঙ্ক রাজবংশের স্থলাভিষিক্ত। প্রদ্যোতা ২৩ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]

মেরুতুঙ্গার ভিসারসরেনির মতে (৬৫৯-৬৩৫ খ্রিস্টপূর্বাব্দে) পালকের রাজত্ব শুরু হয়েছিল।[৪] তিনি ছিলেন মগধের চন্দ প্রদ্যোতের পুত্র। [৪] তিনি কোসাম্বি জয় করেছিলেন বলে কথিত আছে।[৩] পালাকা ২৫ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]

বিশাখুপা, আজকা, নন্দীবর্ধন যথাক্রমে ৫০, ২১ ও ২০ বছর রাজত্ব করেছেন বলে জানা যায়।[৩]

উৎপত্তি

ঐতিহাসিকদের মতে, প্রদ্যোত রাজবংশ অভিরা উপজাতির অন্তর্গত ছিল।[৫]

ডি আর ভান্ডারকর আরও উল্লেখ করেছেন যে প্রদ্যোত রাজবংশ সম্ভবত অভির বংশোদ্ভূত ছিল।[৬]

শাসকদের তালিকা

প্রদ্যোতা রাজবংশের পাঁচজন রাজা ৬৮২ থেকে ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ১৩৮ বছর রাজত্ব করেছিলেন।

আরও তথ্য রাজা, রাজত্ব (BCE) ...
প্রদ্যোত রাজবংশের শাসকদের তালিকা
রাজা রাজত্ব (BCE) সময়কাল
প্রদ্যোতা মহাসেন ৬৮২-৬৫৯ খ্রিস্টপূর্ব ২৩
পালাকা ৬৫৯-৬৫৩ খ্রিস্টপূর্ব ২৪
বিশাখায়ূপা ৬৩৫-৫৮৫ খ্রিস্টপূর্ব ৫০
আজকা ৫৮৫-৫৬৪ খ্রিস্টপূর্ব ২১
বর্ত্তিবর্ধন ৫৬৪-৫৪৪ খ্রিস্টপূর্ব ২০
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.