Loading AI tools
চন্দ্র পঞ্জিকা অনুসারে এক মাসের অর্ধেক সময় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পক্ষ (সংস্কৃত: पक्ष) হিন্দু চন্দ্র পঞ্জিকার একটি মাসে একটি পাক্ষিক বা একটি চন্দ্রকলাকে বোঝায়।[1][2] পক্ষ হল পূর্ণিমার উভয় দিকের সময়কাল।
হিন্দু পঞ্জিকা অনুসারে চান্দ্র মাসের দুটি পক্ষ রয়েছে এবং এটি অমাবস্যা দিয়ে শুরু হয়। চান্দ্র দিনগুলিকে বলা হয় তিথি; প্রতি মাসে ৩০টি তিথি থাকে। একটি পক্ষের ১৫টি তিথি থাকে। অমাবস্যার দিন এবং পূর্ণিমার দিনের মধ্যবর্তী প্রথম পক্ষকে গৌরপক্ষ বা শুক্লপক্ষ, এবং মাসের দ্বিতীয় পক্ষকে বধ্যাপক্ষ বা কৃষ্ণপক্ষ বলা হয়।[1][3]
শুক্লপক্ষ | কৃষ্ণপক্ষ |
---|---|
০১. প্রথমা বা প্রতিপদ | ০১. প্রথমা বা প্রতিপদ |
০২. দ্বিতীয়া | ০২. দ্বিতীয়া |
০৩. তৃতীয়া | ০৩. তৃতীয়া |
০৪. চতুর্থী | ০৪. চতুর্থী |
০৫. পঞ্চমী | ০৫. পঞ্চমী |
০৬. ষষ্ঠী | ০৬. ষষ্ঠী |
০৭. সপ্তমী | ০৭. সপ্তমী |
০৮. অষ্টমী | ০৮. অষ্টমী |
০৯. নবমী | ০৯. নবমী |
১০. দশমী | ১০. দশমী |
১১. একাদশী | ১১. একাদশী |
১২. দ্বাদশী | ১২. দ্বাদশী |
১৩. ত্রয়োদশী | ১৩. ত্রয়োদশী |
১৪. চতুর্দশী | ১৪. চতুর্দশী |
১৫. পূর্ণিমা | ১৫. অমাবস্যা |
শুক্লপক্ষ হল ১৫ দিনের সময়কাল, যা অমাবস্যা দিনের পরে শুরু হয় এবং পূর্ণিমা দিনে শেষ হয় এবং এটি শুভ বলে বিবেচিত হয়।[4]
শুক্লপক্ষের উৎসবসমূহ:
দিন | তিথি | উৎসব | মাস |
---|---|---|---|
১ম দিন | প্রতিপদ | গুড়ি পাডবা, উগাদি | চৈত্র |
১ম দিন | প্রতিপদ | বলীপ্রতিপদ, গোবর্ধন পূজা | কার্তিক |
২য় দিন | দ্বিতীয়া | ভাইফোঁটা | কার্তিক |
৩য় দিন | তৃতীয়া | তীজ | ভাদ্রপদ |
৩য় দিন | তৃতীয়া | অক্ষয় তৃতীয়া | বৈশাখ |
৪র্থ দিন | চতুর্থী | গণেশ চতুর্থী | ভাদ্রপদ |
৪র্থ দিন | চতুর্থী | গণেশ জয়ন্তী | মাঘ |
৫ম দিন | পঞ্চমী | নুয়াখাই | ভাদ্রপদ |
৫ম দিন | পঞ্চমী | বিভা পঞ্চমী | মার্গশীর্ষ |
৫ম দিন | পঞ্চমী | সরস্বতী পূজা | মাঘ |
৬ষ্ঠ দিন | ষষ্ঠী | শীতলাষষ্ঠী | জ্যৈষ্ঠ |
৮ম দিন | অষ্টমী | রাধাষ্টমী | ভাদ্র |
৯ম দিন | নবমী | রাম নবমী | চৈত্র |
১০ম দিন | দশমী | বিজয়া দশমী | আশ্বিন |
১১তম দিন | একাদশী | শয়নী একাদশী | আষাঢ় |
১১তম দিন | একাদশী | বৈকুণ্ঠ একাদশী | মার্গশীর্ষ |
১৪তম দিন | চতুর্দশী | সংবৎসরী | ভাদ্রপদ |
১৫তম দিন | পূর্ণিমা | গুরু পূর্ণিমা | আষাঢ় |
কৃষ্ণপক্ষ হল ১৫ দিনের সময়কাল, যা পূর্ণিমার দিন পরে শুরু হয়, অমাবস্যায় শেষ হয়। কৃষ্ণপক্ষকে অশুভ বলে মনে করা হয়।[5]
কৃষ্ণপক্ষের উৎসবসমূহ:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.