Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য পিয়ানিস্ট রোমান পোলানস্কি পরিচালিত একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মীত এই ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি।[3] পোল্যান্ডের ইহুদি পিয়ানো বাদক Władysław Szpilman এর একই নামের আত্মজীবনী গ্রন্থ থেকে ছবিটি করা হয়েছে।[4]
পরিচালক | রোমান পোলানস্কি |
---|---|
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | রোনাল্ড হারউড |
উৎস | Władysław Szpilman কর্তৃক দ্য পিয়ানিস্ট |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ওয়াজেচি কিলার |
চিত্রগ্রাহক | পাভেল এডেলম্যান |
সম্পাদক | হার্ভে ডি ল্যুজ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ফোকাস ফিচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট[1] |
দেশ |
|
ভাষা |
|
নির্মাণব্যয় | $৩৫ মিলিয়ন[2] |
আয় | $১২০.১ মিলিয়ন[2] |
দ্য পিয়ানিস্ট কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার তথা পাম দোর অর্জন করে। এছাড়া তিনটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে: সেরা অভিনেতা, সেরা পরিচালক এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য। ফ্রান্সের সেজার পুরস্কার লাভ করে তিনটি ক্ষেত্রে: সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা চলচ্চিত্র। অ্যাড্রিয়েন ব্রডি একমাত্র মার্কিন চলচ্চিত্র অভিনেতা যিনি সেজার পুরস্কার জিতেছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.