ডাবলিন বিমানবন্দর
আয়ারল্যান্ডের ডাবলিন শহরের আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আয়ারল্যান্ডের ডাবলিন শহরের আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডাবলিন বিমানবন্দর হল একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা আয়ারল্যান্ডের ডাবলিন শহরে পরিষেবা প্রদান করে। এটি ডিএএ (পূর্বে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ) দ্বারা পরিচালিত হয়।[5] বিমানবন্দরটি ডাবলিনের ৭ কিমি (৪.৩ মাইল) উত্তরে[2] ও সোর্ডস শহরের ৩ কিমি (১.৯ মাইল) দক্ষিণে কলিন্সটাউনে অবস্থিত। এটি সোর্ডস ও কলিন্সটাউন উভয়ের সঙ্গে একই এয়ারকোড রাউটিং কী এলাকা ভাগ করে নেয়।
ডাবলিন বিমানবন্দর Aerfort Bhaile Átha Cliath | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | বৃহত্তর ডাবলিন | ||||||||||||||||||
অবস্থান | কলিন্সটাউন,[1] ফিঙ্গাল, আয়ারল্যান্ড | ||||||||||||||||||
চালু | ১৯ জানুয়ারি ১৯৪০[1] | ||||||||||||||||||
যে হাবের জন্য | এয়ের লিঙ্গেস | ||||||||||||||||||
মনোনিবেশ শহর |
| ||||||||||||||||||
সময় অঞ্চল | জিএমটি (ইউটিসি±০০:০০) | ||||||||||||||||||
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | জিএমটি (ইউটিসি+০১:০০) | ||||||||||||||||||
এএমএসএল উচ্চতা | ২৪২ ফুট / ৭৪ মিটার | ||||||||||||||||||
স্থানাঙ্ক | ৫৩°২৫′১৭″ উত্তর ০০৬°১৬′১২″ পশ্চিম | ||||||||||||||||||
ওয়েবসাইট | www | ||||||||||||||||||
মানচিত্র | |||||||||||||||||||
রানওয়ে | |||||||||||||||||||
| |||||||||||||||||||
পরিসংখ্যান (২০১৯) | |||||||||||||||||||
ডিএএ | |||||||||||||||||||
| |||||||||||||||||||
৩২.৯ মিলিয়ন যাত্রী বিমানবন্দরের মাধ্যমে ২০১৯ সালে যাতায়াত করেছে, যা বিমানবন্দরের ইতিহাসে সবচেয়ে ব্যস্ততম বছর গঠন করেছে।[6] এটি ইউরোপের ১২তম ব্যস্ততম এবং মোট যাত্রী চলাচলের দিক থেকে আয়ারল্যান্ডের বিমানবন্দরসমূহের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর; এটি আয়ারল্যান্ড দ্বীপে সবচেয়ে বেশি ট্রাফিক স্তর রয়েছে, যার পরে বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
বিমানবন্দরে একটি বিস্তৃত স্বল্প ও মাঝারি পথের নেটওয়ার্ক রয়েছে, যা অনেক বাহক দ্বারা পরিবেশিত হয়, সেইসাথে একটি উল্লেখযোগ্য দীর্ঘ দূরত্বের নেটওয়ার্ক উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি আয়ারল্যান্ডের প্তাবাহি পতাকাবাহী বিমান সংস্থা লিংগাস, ইউরোপের সবচেয়ে কম খরচের বাহক রায়ানএয়ার এবং আয়ারল্যান্ডের নতুন আঞ্চলিক বিমান সংস্থা এমেরাল্ড এয়ারলাইন্স, সিটিজেট ও এএসএল এয়ারলাইন্স আয়ারল্যান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে।[7]
ইউএস-গামী যাত্রীদের জন্য ইউনাইটেড স্টেটস বর্ডার ক্লিয়ারেন্স পরিষেবাসমূহ বিমানবন্দরে উপলব্ধ রয়েছে। শ্যানন বিমানবন্দরটি ইউরোপের একমাত্র অপর একটি বিমানবন্দর, যা এই সুবিধা প্রদান করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.