জ্যাকব "জ্যাক" ক্রুসচেন (ইংরেজি: Jacob "Jack" Kruschen; ২০ মার্চ ১৯২২ - ২ এপ্রিল ২০০২) ছিলেন একজন কানাডীয় অভিনেতা। তিনি মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও বেতারে কাজ করেছেন। ক্রুসচেন দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) চলচ্চিত্রে ডক্টর ড্রাইফাস চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] ব্রডওয়ে মঞ্চে তিনি আই ক্যান গেট ইট ফর হোলসেল নাটকে অভিনয় করেন।
জ্যাক ক্রুসচেন | |
---|---|
Jack Kruschen | |
জন্ম | জ্যাকব ক্রুসচেন ২০ মার্চ ১৯২২ উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা |
মৃত্যু | ২ এপ্রিল ২০০২ ৮০) চ্যান্ডলার, অ্যারিজোনা, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪৯-১৯৯৭ |
দাম্পত্য সঙ্গী | মার্জোরি উলম্যান (বি. ১৯৪৭; বিচ্ছেদ. ১৯৬১) ভায়োলেট রাফায়েলা মুরিং (বি. ১৯৬২; মৃ. ১৯৭৮) ম্যারি পেন্ডার (বি. ১৯৭৯; মৃ. ২০০২) |
সন্তান | ২ |
প্রারম্ভিক জীবন
জ্যাকব ক্রুসচেন ১৯২২ সালের ২০শে মার্চ কানাডার ম্যানিটোবার উইনিপেগে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা মোজেস ক্রুসচেন এবং মাতা সোফি বগুশেভ্স্কি দুজনেই রুশ বংশোদ্ভূত। তারা ১৯২০-এর দশকের শুরুর দিকে অভিবাসিত হয়ে নিউ ইয়র্ক সিটিতে এবং পরে ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। তার বোন মিরিয়াম ১৯২৭ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করে।
কর্মজীবন
ক্রুসচেন জর্জ পালের বিজ্ঞান কল্পকাহিনিমূলক দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস (১৯৫৩)-এ সালভাতোর চরিত্রে অভিনয় করেন, এবং লাক্স রেডিও থিয়েটারের বেতার নাটকে একই চরিত্রে কাজ করেন। এছাড়া তিনি সেসিল বি. ডামিলের সর্বশেষ চলচ্চিত্র দ্য বুকানির (১৯৫৮) ছবিতে অভিনয় করেন। তিনি বিলি ওয়াইল্ডারের দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) চলচ্চিত্রে ডক্টর ড্রাইফাস চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.