Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাপানে যৌন উদ্দেশ্যে মানব পাচার হল যৌন শোষণ ও যৌন দাসত্বের উদ্দেশ্যে জাপানে সংঘটিত মানব পাচার।
জাপান যৌন পাচার করা ব্যক্তিদের উৎস, গন্তব্য ও পরিবহনের দেশ হিসেবে ব্যবহৃত হতে পারে। জাপানি নাগরিকরা, প্রধানত নারী ও মেয়েরা, জাপানের মধ্যে ও বিদেশে কম মাত্রায় যৌন উদ্দেশ্যে পাচার হয়েছে। বিদেশি ভুক্তভোগীরা দেশে যৌন উদ্দেশ্যে পাচার করে।[১][২] শিশু,[৩][৪] অপ্রাপ্তবয়স্ক ও দারিদ্র্য[৫] পরিবারের সদস্যরা যৌন পাচারের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। যৌন পাচারের শিকাররা প্রতারিত হয়,[১][২][৬][৭] হুমকি প্রাপ্ত হয়,[২] [৬][৭] এবং পতিতাবৃত্তিতে বাধ্য হয়। তাদের পাসপোর্ট ও ব্যাংকের কাগজপত্র প্রায়ই বাজেয়াপ্ত করা হয়।[২] ঋণের দ্বারা প্রায়ই নিয়োগ করা হয়।[২][৬] তারা শারীরিক ও মানসিক আঘাতের শিকার হয়। [৭][৩] একটি সংখ্যার মহিলারা ধর্ষণ থেকে যৌন সংক্রামিত রোগ সংক্রামিত হয় এবং সাধারণত খুব খারাপ অবস্থায় জীবন অতিবাহিত করে। কিছু উদ্ধারকৃত ভুক্তভোগী বিতাড়ন, হতাশা, [৩] ও অথবা আত্মহত্যা করে।[৭] অনলাইন সেক্সটোরশন ও জোরপূর্বক ধর্ষণ পর্নোগ্রাফি তৈরি করাও ভুক্তভোগীদের জন্য একটি সমস্যার বিষয়।[৭]
জাপানে পুরুষ ও মহিলা পাচারকারীরা বিস্তৃত পটভূমি ও প্রতিটি সামাজিক শ্রেণী থেকে আসে। পাচারকারীরা প্রায়ই ইয়াকুজা বা বারিয়োকুদান সহ অন্যান্য অপরাধ সিন্ডিকেটের সদস্য হয় বা তাদের সহায়তা করে।[২] যৌন উদ্দেশ্যে পাচার জাপানের বিনোদন ও পর্যটন শিল্পের সাথে যুক্ত,[৪] এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী জাপানের সামরিক কর্মচারী ও ঠিকাদারদের সরবরাহকারী ব্যবসার জন্যও নারী ও মেয়েদের পাচার করা হয়। পাচারকারীরা ভুক্তভোগীদের প্রলুব্ধ করার জন্য ইন্টারনেট ওয়েবসাইট, ইমেইল ও অ্যাপ ব্যবহার করেছে।[৭] জাপানি নাগরিকরা সাইবারসেক্স পাচারের সাথে জড়িত।[৮][৯]
জাপানে যৌন পাচারের মাত্রা জানা কঠিন, কারণ যৌন পাচার অপরাধ গোপন প্রকৃতির, এটা সত্য যে কর্তৃপক্ষের কাছে শুধুমাত্র একটি ছোট সংখ্যক মামলা ও অন্যান্য বিষয়গুলি নথিভুক্ত করা হয়। জাপান সরকার যৌন-পাচার বিরোধী প্রচেষ্টা ও আইনের অভাবের জন্য সমালোচিত হয়েছে।[৩][৬][৭] কিছু জাপানি কর্মকর্তার বিরুদ্ধে এই বিষয়ে উদাসীনতার অভিযোগ আনা হয়েছে।[৬]
লাইটহাউজ: মানব পাচারের ভুক্তভগীদের জন্য আশ্রয় কেন্দ্র, একটি টোকিও ভিত্তিক অলাভজনক সংস্থা, জাপানে যৌন উদ্দেশ্যে পাচারের ভুক্তভোগীদের উদ্ধার ও সাহায্য করার জন্য কাজ করে, তাদের আইনি পরামর্শ, আশ্রয় ও চিকিৎসা সেবার ব্যবস্থা করতে সাহায্য করে। [২][৪][৬][৫][৭] একটি মাঙ্গা সহ ব্লু হার্ট নামে মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সংগঠনটি উপকরণ তৈরি ও বিতরণ করেছে।[৬]
কোলাবো (টোকিও) দেশে যৌন পাচার বিরোধী প্রচেষ্টা পরিচালনা করে।[৭][৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.