ন্যাশনাল মেরিন পার্ক অফ জাকিনথোস (ইংরেজি: National Marine Park of Zakynthos) (গ্রিক: Εθνικό Θαλάσσιο Πάρκο Ζακύνθου) হচ্ছে একটি জাতীয় প্রাণী সংরক্ষণ কেন্দ্র। ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। গ্রিসের লাগানাস সাগরের দ্বীপ জাকিনথোসে এর অবস্থান। এই সংরক্ষণ কেন্দ্রটি ন্যাচারা ২০০০ নেটওয়ার্কের আওতাভুক্ত,[1] এবং এর আয়তন প্রায় ১৩,৫০০ হেক্টর (৫২ মা)। লগারহেড সামুদ্রিক কচ্ছপের এটি একটি অন্যতম বাসস্থান। ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত এটি প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র।[2]

Thumb
জাকিনথোস দ্বীপে অবস্থিত জাকিনথোস মেরিন পার্ক

ভৌগোলিক পরিবেশ

জাকিনথোস মেরিন পার্কের আয়তন লাগানাস সাগর জুড়ে বিদ্যমান। এর দক্ষিণ উপকূল ভূমধ্যসাগরীয় সামুদ্রিক কচ্ছপের একটি অন্যতম বাসা বাঁধার স্থান।[3] এই বাসা বানানোর কার্যক্রম এই সাগরের ছয়টি সৈকতে চলে, যা প্রায়  কিমি (৩ মা) জুড়ে বিদ্যমান। এজন্য এই দ্বীপটি বিশ্বের সর্ববৃহৎ লগারহেড কচ্ছপের বাসস্থানে পরিণত হয়েছে।[2] এই বাসা বাঁধার স্থানগুলো ছাড়াও ৫০ কিমি (৩১ মা) দূরের দুটো ছোট দ্বীপও এই পার্কের আওতাভুক্ত।[4]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.