Loading AI tools
ভারতের বিভিন্ন ধর্মান্তরণের কার্যকলাপ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ঘর ওয়াপসি বা ঘর বাপসি (হিন্দি: घर वापसी, প্রতিবর্ণীকৃত: ঘর্ ৱাপ্সী, আক্ষ. 'ঘরে ফেরত') হচ্ছে ভারতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনদের দ্বারা আয়োজিত ইসলাম, খ্রিস্টধর্ম ইত্যাদি ধর্ম থেকে হিন্দুধর্ম ও শিখ ধর্মে ধর্মান্তরণের অনুষ্ঠান। ভারতের সমস্ত ব্যক্তি বংশগতভাবে হিন্দু এবং হিন্দুধর্মে ধর্মান্তরণ হচ্ছে পূর্বপুরুষদের "ঘরে ফেরত", হিন্দুত্ববাদীদের এই ধারণা এই শব্দে নিহিত।[1][2][3]
বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তেলেঙ্গানা,[4] অন্ধ্রপ্রদেশ, কেরল,[5] গোয়া,[6] তামিলনাড়ু[2] ও পাঞ্জাবে[3] একাধিক ঘর ওয়াপসি অনুষ্ঠান আয়োজন করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, তফসিলি জাতির মাঁঝি পরিবারসমূহ ধর্মান্তরণের আগে শিক্ষা ও স্বাস্থ্য সহ ভাল পরিকাঠামোর দাবি করেছিলেন।[7]
ঘর ওয়াপসি প্রকল্পের অধীনে ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ৮,০০০ জনের বেশি ব্যক্তি হিন্ধুধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।[4] বিশ্ব হিন্দু পরিষদের এক আধিকারিকের কথা অনুযায়ী, একটি ঘর ওয়াপসি ঘটনায় হায়দ্রাবাদে ১,২০০ জন ব্যক্তি হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।[4] অক্টোবর ২০১৯-এ ৫০০ জন খ্রিস্টান দলিতদের হিন্দু হওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং তাঁরা পুনরায় গির্জায় না যাওয়ার শপথ নিয়েছিলেন।[8]
এপ্রিল ২০১৭-এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের "খ্রিস্টানমুক্ত" ব্লক প্রচারের অধীনে ঝাড়খণ্ডের অড়কিতে লক্ষণ সিংহ মুণ্ডার নেতৃত্বে কমপক্ষে ৫৩টি আদিবাসী খ্রিস্টান পরিবারদের হিন্দুধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল।[9] এছাড়া, কোচাসিন্ধ্রি গ্রামে কমপক্ষে সাতটি অন্যান্য খ্রিস্টান পরিবার শুদ্ধিকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিল।[10][11]
মার্চ ২০২১-এ গাড়োয়া জেলার ১৮১ জন খ্রিস্টানদের আদিবাসী সরনা ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল।[12]
২০১৫ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ১০০টির বেশী আদিবাসী খ্রিস্টানদের হিন্দুধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল।[13]
১৫ ফেব্রুয়ারি ২০১৮-এ তপন ঘোষের নেতৃত্বে হিন্দু সংহতি সংগঠন একটি মুসলিম পরিবারের ১৬ জন সদস্যদের নিয়ে একটি ঘর ওয়াপসি আয়োজন করেছিল, যেখানে তাঁদের "পুনরায় হিন্দুধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল"।[14]
২০১৪ সালে ঘর ওয়াপসি সাধারণ আলোচনার বিষয় হয়েছিল।[15][16][17] ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে এই প্রচার চলতে থাকবে যতক্ষণ না দেশে অন্য ধর্মে ধর্মান্তরণ নিষিদ্ধ করা হবে।[18] সঙ্ঘ পরিবারের মতো হিন্দুত্ববাদীদের মত অনুযায়ী, এই প্রক্রিয়াটি হচ্ছে সেইসব খ্রিস্টান ও মুসলিমদের "পুনঃধর্মান্তরণ" যাঁরা আগে ধর্মান্তরিত হয়েছিলেন। [19] এই প্রক্রিয়াকে ধর্মান্তরণের জায়গায় "শুদ্ধিকরণ" হিসেবে দেখা হয়েছে, যেহেতু তাদের মত অনুযায়ী, ঘর ওয়াপসির মাধ্যমে অন্য ধর্মের লোকেরা তাঁদের "প্রকৃত" ধর্মে ফিরে যাচ্ছেন।[20]
ধর্মনিরপেক্ষ সংগঠন ও রাজনৈতিক দল ঘর ওয়াপসির প্রতি সমালোচনামূলক, যখন রাজ্যের সাহায্যে ঘর ওয়াপসি আয়োজন করা হয়। তাদের মত, এটি দেশের ধর্মীয় স্বাধীনতাকে বিপদের ফেলে দিচ্ছে।[21]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.