গ্নু হার্ড
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গ্নু হার্ড (ইংরেজি: GNU Hurd) গ্নু এর অংশ হিসেবে লেখা মাল্টিসার্ভার মাইক্রোকার্নেল। ১৯৯০ সাল থেকে এটি ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের গ্নু প্রকল্প দ্বারা উন্নয়নাধীন রয়েছে। এটি ইউনিক্স কার্নেলের প্রতিস্থাপক হিসেবে সৃষ্টি হয়েছে, এবং গ্নু জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে ফ্রি সফটওয়্যার হিসেবে নিবন্ধন করা হয়েছে। যখন লিনাক্স কার্নেল আরও টেকসই সমাধান হিসেবে নিজেকে প্রমাণ করে, এর উন্নয়ন তখনও চলতে থাকলেও কিছুটা ধীর হয়ে যায়। [৩]
![]() | |
![]() | |
ডেভলপার | গ্নু প্রকল্প থমাস বুশনেল রোনাল্ড ম্যাকগ্র্যাথ ম্যাক্রুস ব্রিংকম্যান নিল ওয়াল্ফিল্ড স্যমুয়েল থিবল্ট |
---|---|
প্রোগ্রামিং ভাষা | অ্যাসেম্বলি, সি |
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | মুক্ত সফটওয়্যার |
প্রাথমিক মুক্তি | ১৯৯০ |
সর্বশেষ মুক্তি | ০.৯ / ১৮ ডিসেম্বর ২০১৬[১] |
কার্নেলের ধরন | মাল্টিসার্ভার মাইক্রোকার্নেল |
লাইসেন্স | গ্নু জিপিএল ২য় সংস্করণ[২] |
ওয়েবসাইট | www |
গ্নু হার্ড এক সেট প্রটোকল ও গ্নু ম্যাক মাইক্রোকার্নেলের উপর চলা সার্ভার প্রসেসর নিয়ে গঠিত। হার্ডের লক্ষ্য কার্যকারিতা, নিরাপত্তা ও স্থিতাবস্থার দিক দিয়ে ইউনিক্স কার্নেলকে অতিক্রম করা, সাথে সাথে এর সাথে সামঞ্জস্যতা রক্ষা করা। গ্নু প্রকল্প অপারেটিং সিস্টেমের জন্যে মাল্টিসার্ভার মাইক্রোকার্নেল নির্বাচন করেছে[৪] পুরোনো ইউনিক্স মনোলিথিক কার্নেল স্থাপত্যের উপর এর অনুভূত সুবিধার জন্যে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.