কোম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কোম (এছাড়াও উচ্চারণ করা হয় : "ঘোম", "ঘুম", বা, "কুম") (ফার্সি: قم [ɢom] () হলো )ইরানের কোম প্রদেশের কোম কাউন্টির কেন্দ্রীয় জেলার একটি শহর। এই শহরটি প্রদেশ, কাউন্টি ও জেলার রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি ইরানের সপ্তম বৃহত্তম মহানগর[4] এবং একই সঙ্গে সপ্তম বৃহত্তম শহরও।[5] এই শহরটি ইরানের রাজধানী তেহরান হতে ১৪০ কিমি (৮৭ মা) উত্তরে[6] এবং কোম নদীর তীরে অবস্থিত।
কোম قم | |
---|---|
শহর | |
کلانشهر قم · কোম পৌরশহর | |
ডাকনাম: ইরানের ধর্মীয় রাজধানী | |
স্থানাঙ্ক: ৩৪°৩৮′২৪″ উত্তর ৫০°৫২′৩৫″ পূর্ব[1] | |
দেশ | ইরান |
প্রদেশ | কোম |
জেলা | কেন্দ্রীয় |
উচ্চতা | ৯৩৬ মিটার (৩,০৭১ ফুট) |
জনসংখ্যা (২০১৬) | |
• শহর | ১২,০১,১৫৮[2] |
• মহানগর | ১২,৬০,০০০[3] |
• ইরানের শহরগুলোর মধ্যে | ৭ম |
সময় অঞ্চল | আইআরএসটি (ইউটিসি+৩:৩০) |
পোস্টাল কোড | ৩৭১০০ |
এলাকা কোড | (+৯৮) ০২৫ |
জলবায়ু | বিডব্লিউএইচ |
ওয়েবসাইট | www |
২০০৬ সালের আদমশুমারী অনুসারে এখানকার ২৪১,৮২৭টি গৃহে বাসকারী জনসংখ্যা ছিলো ৯৫৭,৪৯৬ জন।[7] ২০১১ সালে অনুষ্ঠিত পরবর্তী আদমশুমারীতে ২৯৯,৭৫২টি গৃহে বাসকারী জনসংখ্যা হয় ১,০৭৪,০৩৬ জন।[8] সর্বশেষ ২০১৬ সালের আদমশুমারী অনুসারে এখানকার ৩৫৬,৯৭৬টি গৃহে মোট ১,২০১,১৫৮ জন লোকের বাস।[2]
কোম প্রদেশের রাজধানী কোম শহরটি ইরানের রাজধানী তেহরান হতে ১২৫ কিলোমিটার উত্তরের একটি নিম্ন সমভুমিতে অবস্থিত। শিয়া ইমাম ইমাম রেজার ভগ্নী ফাতিমা মাসুমেহ-এর দরগাহ এখানে অবস্থিত হওয়ায় এটি শিয়া জনগোষ্ঠীর নিকট পবিত্র হিসেবে পরিগণিত হয়। এই শহরটি ইরানের মরুভূমির কোল ঘেঁষে অবস্থান করছে। ২০১১ সালে অনুষ্ঠিত আদমশুমারী অনুসারে এখানকার মোট লোকসংখ্যা ১,০৭৪,০৩৬ জন; যাদের মধ্যে ৫৪৫,৭০৪ জন পুরুষ ও ৫২৮,৩৩২ জন নারী।[9]
কোমের জলবায়ু মূলতঃ উষ্ণ মরু জলবায়ু, যা শীতল মরু জলবায়ু দ্বারা প্রভাবিত (কোপেনের জলবায়ু শ্রেণিবিভাগ অনুসারে বিডব্লিউকে-এর সীমান্তবর্তী বিডব্লিউএইচ) হয়; যা মূলত সমুদ্র থেকে দূরত্ব এবং উপক্রান্তীয় প্রতীপ ঘূর্ণিবাত এলাকায় অবস্থানের কারণে ঘটেছে। এখানকার গ্রীষ্মের আবহাওয়া প্রচণ্ড গরম এবং শীতকাল উষ্ণ হলেও কখনও কখনও সাইবেরিয়া হতে বাহিত শীতল বায়ু এলবুর্জ পর্বতমালায় বাঁধা পাওয়ার ফলশ্রুতিতে বরফাচ্ছাদিতও হতে পারে।
এখানকার সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছিলো ২০১০ সালের ১১ জুলাই তারিখে ৪৭°সে (১১৭° ফা) এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিলো ২০০৮ সালের ১৫ জানুয়ারি তারিখে -২৩° সে (-৯° ফা)।
শহরের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি পরিষদ রয়েছে যার সদস্যগণ সময় সময় শহরের অধিবাসীদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই পরিষদের সদস্যরা পৌরসভার মেয়র নির্বাচন করে থাকেন যার নেতৃত্বে এই পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। পৌরসভার সদরদপ্তর সাহিল স্ট্রিটে অবস্থিত। কোমের বর্তমান মেয়র মোহাম্মদ দেলবারি।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা কোমের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ১৯৫টি স্থানের তালিকা তৈরি করেছে। তবে, কোমের অধিক পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.