কাকদ্বীপ মহকুমা

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কাকদ্বীপ মহকুমাmap

কাকদ্বীপ মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রশাসনিক মহকুমা। এই মহকুমার সদর কাকদ্বীপ। জেলার মোট জনসংখ্যার ১২.৩৬ শতাংশ এই মহকুমার বাসিন্দা।[3] এই মহকুমার অন্তর্গত সাগর দ্বীপে অন্যতম প্রধান হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগর অবস্থিত।

দ্রুত তথ্য কাকদ্বীপ, দেশ ...
কাকদ্বীপ
মহকুমা
Thumb
স্থানাঙ্ক: ২১.৮৭৯১৪৪৬° উত্তর ৮৮.১৯১২৯৯২° পূর্ব / 21.8791446; 88.1912992
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
বিভাগপ্রেসিডেন্সি
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
সদরকাকদ্বীপ
আয়তন
  মোট১,৩৮৯.৯৫ বর্গকিমি (৫৩৬.৬৬ বর্গমাইল)
উচ্চতা মিটার (১৩ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট১০,০৮,৬৫৩
  জনঘনত্ব৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিবাংলা[1][2]
  অতিরিক্ত সরকারিইংরেজি[1]
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
পিনকোড৭৪৩৩৪৭
টেলিফোন কোড+৯১ ৩২১০
যানবাহন নিবন্ধনডব্লিউবি-১৯ থেকে ডব্লিউবি-২২, ডব্লিউবি-৯৫ থেকে ডব্লিউবি-৯৯
লোকসভা কেন্দ্রমথুরাপুর (তফসিলি জাতি)
বিধানসভা কেন্দ্রপাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর
ওয়েবসাইটwww.s24pgs.gov.in
বন্ধ

প্রশাসনিক বিভাগ

কাকদ্বীপ মহকুমা ৮টি থানা, ৪টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৪টি পঞ্চায়েত সমিতি, ৪২টি গ্রাম পঞ্চায়েত, ২১৭টি মৌজা ও ২০২টি জনবসতিপূর্ণ গ্রাম নিয়ে গঠিত।[3][4][5][6] এই চারটি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[5]

থানা

কাকদ্বীপ মহকুমার অন্তর্গত থানাগুলি হল:[3][7]

আরও তথ্য থানা, আয়তন (কিলোমিটার২) ...
থানাআয়তন
(কিলোমিটার)
সীমানা (কিলোমিটার)পুরসভাসমষ্টি উন্নয়ন ব্লক
কাকদ্বীপ৯১--কাকদ্বীপ, নামখানা
হারউড পয়েন্ট উপকূলীয়*১৬৯--কাকদ্বীপ
নামখানা৯৫.২৬--নামখানা
ফ্রেজারগঞ্জ উপকূলীয়৩৪.০৭--নামখানা
সাগর২২৫.৩--সাগর
গঙ্গাসাগর উপকূলীয়৭৭.৭২--সাগর
পাথরপ্রতিমা২৯৩.৯৬--পাথরপ্রতিমা
গোবর্ধনপুর উপকূলীয়207--পাথরপ্রতিমা
বন্ধ

দ্রষ্টব্য: কাকদ্বীপ মহকুমার কিয়দংশ ডায়মন্ড হারবার মহকুমার ধোলা থানার এক্তিয়ারভুক্ত এলাকার মধ্যে পড়ে।

.* নবগঠিত

সমষ্টি উন্নয়ন ব্লক

কাকদ্বীপ মহকুমার সমষ্টি উন্নয়ন ব্লকগুলি হল:[3][8][9]

আরও তথ্য সমষ্টি উন্নয়ন ব্লক, সদর ...
সমষ্টি উন্নয়ন ব্লকসদর
আয়তন
কিলোমিটার
জনসংখ্যা
(২০১১)
তফসিলি জাতি %তফসিলি উপজাতি %হিন্দু %মুসলমান %সাক্ষরতার
হার %
জনগণনা
নগর
কাকদ্বীপগণেশপুর২৫২.৭৪২২.৯৫০.৮০৮২.৩৭১৭.০৯৭৭.৯৩-
নামখানানামখানা৩৭০.৬১১৮২,৮৩০২৫.৮৫০.৪১৮৫.৯৭১৩.৮৮৮৫.৭২-
সাগররুদ্রনগর২৮২.১১২১২,০৩৭২৬.৫৩০.৪০৮৭.৮৮১১.৭৩৮৪.২১-
পাথরপ্রতিমারামগঙ্গা২৪১.৯৩৩১,৮২৩২২.৯৫০.৮০৮৮.৯১১০.৭২৮২.১১-
বন্ধ

গ্রাম পঞ্চায়েত

কাকদ্বীপ মহকুমায় ৪টি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে ৪২টি গ্রাম পঞ্চায়েত আছে:[10][11]

  • কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন ব্লক এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বাপুজি, রবীন্দ্র, শ্রীশ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মধুসূদনপুর, রামগোপালপুর, শ্রীনগর, নেতাজি, ঋষি বঙ্কিমচন্দ্র, RMTHNOসূর্যনগর ও zZRপ্রতাপাদিত্যনগর।
  • নামখানা সমষ্টি উন্নয়ন ব্লক সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: বুধাখালি, হরিপুর, নামখানা, শিবরামপুর, ফ্রেজারগঞ্জ, মৌসিনি ও নারায়ণপুর
  • পাথরপ্রতিমা সমষ্টি উন্নয়ন ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: অচিন্ত্যনগর, দক্ষিণ রাইপুর, গোপালনগর, রামগঙ্গা, বনশ্যামনগর, দিগম্বরপুর, হেরম্বগোপালপুর, শ্রীধরনগর, ব্রজবল্লভপুর, দূর্বাচটি, লক্ষ্মীজনার্দনপুর, শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর, দক্ষিণ গঙ্গাধরপুর, জি প্লট ও পাথরপ্রতিমা
  • সাগর সমষ্টি উন্নয়ন ব্লক নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত: ধবলাট, ধাসপাড়া সুমতিনগর ২, ঘোড়ামারা, রামকরচর, ধাসপাড়া সুমতিনগর ১, মুড়িগঙ্গা ১, রুদ্রনগর, গঙ্গাসাগর ও মুড়িগঙ্গা ২।

আঞ্চলিক ভাষা ও জনগোষ্ঠী

কাকদ্বীপ মহকুমার অধিকাংশ জনগোষ্ঠী উৎকল এবং মেদিনীপুর জাত। এঁরা অধিকাংশই মেদিনীপুরী বাংলা ভাষার অন্তর্গত কাঁথি বাংলায় কথোপকথন করেন। উক্ত অঞ্চলের সংস্কৃতিতে বঙ্গ সংস্কৃতির পাশাপাশি উৎকল সংস্কৃতির প্রভাব বিশেষ ভাবে লক্ষণীয়।

শিক্ষাব্যবস্থা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাক্ষরতার সামগ্রিক হার ৭৭.৫১ শতাংশ, যেখানে কাকদ্বীপ মহকুমার সাক্ষরতার হার ৮২.০৪ শতাংশ।[12]

এই মহকুমার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:

  • ১৯৬৫ সালে কাকদ্বীপে প্রতিষ্ঠিত সুন্দরবন মহাবিদ্যালয়[13]
  • ১৯৯৮ সালে হরিণবাড়িতে প্রতিষ্ঠিত সাগর মহাবিদ্যালয়[14][15]
  • ২০১৩ সালে নামখানায় প্রতিষ্ঠিত শিবানী মণ্ডল মহাবিদ্যালয়[16]
  • ২০০১ সালে পাথরপ্রতিমায় প্রতিষ্ঠিত পাথরপ্রতিমা মহাবিদ্যালয়[17]

স্বাস্থ্য পরিষেবা

কাকদ্বীপ মহকুমার চিকিৎসাকেন্দ্রগুলি হল:

হাসপাতাল: (নাম, অবস্থান, শয্যাসংখ্যা)[18]

  • কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, কাকদ্বীপ, ১০০টি শয্যা

গ্রামীণ হাসপাতাল: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা) [19]

  • সাগর গ্রামীণ হাসপাতাল, সাগর সমষ্টি উন্নয়ন ব্লক, রুদ্রনগর, ডাকঘর - সাগর, ৩০টি শয্যা
  • দ্বারিকানগর গ্রামীণ হাসপাতাল, নামখানা সমষ্টি উন্নয়ন ব্লক, দ্বারিকানগর, ৩০টি শয্যা
  • মাধবনগর গ্রামীণ হাসপাতাল, পাথরপ্রতিমা সমষ্টি উন্নয়ন ব্লক, মাধবনগর, ডাকঘর - পাথরপ্রতিমা, ৩০টি শয্যা

ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[20]

  • হরেন্দ্রনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন ব্লক, হরেন্দ্রনগর, ১০টি শয্যা

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (সমষ্টি উন্নয়ন ব্লক অনুযায়ী): (সমষ্টি উন্নয়ন ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান, শয্যাসংখ্যা)[21]

  • কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন ব্লক: রামচন্দ্রনগর (১০টি শয্যা)
  • নামখানা সমষ্টি উন্নয়ন ব্লক: নারায়ণপুর (৬টি শয্যা), মহারাজগঞ্জ (৬টি শয্যা), ফ্রেজারগঞ্জ (১০টি শয্যা), বাগডাঙা মৌসানি (১০টি শয্যা)
  • পাথরপ্রতিমা সমষ্টি উন্নয়ন ব্লক: গদামথুরপুর (১০টি শয্যা), ব্রজবল্লভপুর (১৫টি শয্যা), ইন্দ্রপুর (১০টি শয্যা)
  • সাগর সমষ্টি উন্নয়ন ব্লক: গঙ্গাসাগর (৬টি শয্যা), মহেন্দ্রগঞ্জ (৬টি শয্যা), মুড়িগঙ্গা (৬টি শয্যা)

আইনসভা কেন্দ্র

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাকদ্বীপ মহকুমা নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির অন্তর্গত:[22]

পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর বিধানসভা কেন্দ্র তিনটিই তফসিলি জাতি-ভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের অংশ।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.