Loading AI tools
শ্রীমন্ত শঙ্করদেবের রচিত জনপ্রিয় ভক্তিগীতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
করতল কমল কমল দল নয়ন শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক রচিত একটি জনপ্রিয় ভক্তিমূলক কবিতাগুলোর একটি।[1] শঙ্কর দেব তাঁর শিক্ষা জীবনের শুরুতেই এই কবিতাটি রচনা করে সবাইকে অভিভূত করেন।[2] তিনি মাত্র ১২ বৎসর বয়সে এই কবিতাটি লিখেছিলেন।[3] শ্রী মাধব কন্দলীর বিদ্যালয়ে, স্বরচিহ্নের শিক্ষা লাভ করারো পূর্বেই তিনি এই কবিতা রচনা করেছিলেন। সেই জন্যে এই কবিতাই স্বরচিহ্নের প্রয়োগ নেই।[4]
করতল কমল কমল দল নয়ন।
ভব দব দহন গহন-বন শয়ন ॥
নপর নপর পর সতরত গময়।
সভয় মভয় ভয় মমহর সততয়॥
খরতর বর শর হত দশ বদন।
খগচর নগধর ফনধর শয়ন॥
জগদঘ মপহর ভব ভয় তরণ।
পর পদ লয় কর কমলজ নয়ন॥[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.