নির্বাচনের মাধ্যমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৩ সালে ক্যাম্বোডিয়ার জাতীয় পতাকা পুনর্বহাল হয়। ১৮৫০ সাল হতে ক্যাম্বোডীয় পতাকার মাঝে অ্যাংকর ভাটের চিত্র দৃশ্যমান। বর্তমান পতাকার মাঝে লাল এবং দুইদিকে নীল (আনুভূমিক ডোরার অনুপাত ১:২:১), যা ১৯৪৮ সালে ক্যাম্বোডিয়ার স্বাধীনতার সময় নির্বাচিত হয়েছিল। ১৯৭০ সালের ৯ই অক্টোবর পর্যন্ত এই পতাকা ব্যবহৃত হয়, যখন লন নলের খ্‌মের সাম্রাজ্যের জন্য নতুন পতাকা নির্বাচন করা হয়। পরবর্তী ১৯৭৫ থেকে ১৯৭৯ সময়কালীন প্রজাতান্ত্রিক কমপুচা লাল জমিনে হলুদ রঙের অ্যাংকর ভাট চিত্রিত পতাকা নির্বাচিত করে। ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী কমপুচা প্রতিষ্ঠার পর পতাকার কিছু পরিবর্তন সাধিত হয়। পরবর্তীতে ১৯৮৯-১৯৯১ এবং ১৯৯২-১৯৯৩ দুই দফায় ভিন্ন পতাকা ব্যবহৃত হয়।

Thumb
১৯৯৩ সাল থেকে চালু ক্যাম্বোডিয়ার পতাকা, পতাকার অনুপাত: ৩:৫

ঐতিহাসিক পতাকা

আরও তথ্য পতাকা, সময়কাল ...
পতাকাসময়কালব্যবহার
Thumb১৮৬৩-১৯৪৮ফরাসি অধীনস্থ কম্বোডিয়ার পতাকা
Thumb১৯৪২-১৯৪৫জাপান অধিকৃত কম্বোডিয়ার পতাকা[1][2]
Thumb১৯৪৮-১৯৭০, ১৯৯৩-বর্তমানFlag of the Kingdom of Cambodia
Thumb১৯৭০-১৯৭৫Flag of the Khmer Republic
Thumb১৯৭৫-১৯৭৯Flag of Democratic Kampuchea
Thumb১৯৭৯-১৯৮৯Flag of the People's Republic of Kampuchea
Thumb১৯৮৯-১৯৯১Flag of the State of Cambodia
Thumb১৯৯২-১৯৯৩Flag of Cambodia under the United Nations Transitional Authority in Cambodia (UNTAC)
Thumb১৯৯৩-বর্তমানFlag of Kingdom of Cambodia
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.