এসফাহনের জামে মসজিদ
ইরানের মসজিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইরানের মসজিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এসফাহনের জামে মসজিদ (ফার্সি: مسجد جامع اصفهان মসজিদ-ই-জামেহ ইসফাহান), (আতিক মসজিদ (مسجد عتیق) নামেও পরিচিত ) এবং এসফাহনের শুক্রবারের মসজিদ (مسجد جمعه), ইরানের ইসফাহানের একটি ঐতিহাসিক মসজিদ ( জামেহ )। মসজিদটি প্রায় ৭৭১ থেকে ২০ শতকের শেষ পর্যন্ত সাইটে ক্রমাগত নির্মাণ, পুনর্নির্মাণ, সংযোজন এবং সংস্কারের মাধ্যমে তৈরি হয়েছে। মসজিদের দক্ষিণ-পশ্চিম দিকের দিকে ইসফাহানের গ্র্যান্ড বাজার পাওয়া যায়। এটি ২০১২ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ।[1] এটি ইরানের ইসলামী স্থাপত্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি।[2]
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
অবস্থান | এসফাহন, এসফাহন প্রদেশ, ইরান |
সূত্র | 1397 |
তালিকাভুক্তকরণ | ২০১২ (৩৬তম সভা) |
আয়তন | ২.০৭৫৬ হেক্টর (৫.১২৯ একর) |
নিরাপদ অঞ্চল | ১৮.৬৩৫১ হেক্টর (৪৬.০৪৮ একর) |
স্থানাঙ্ক | ৩২°৪০′১১″ উত্তর ৫১°৪১′৭″ পূর্ব |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.