Loading AI tools
অস্ট্রেলীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইসলা ল্যাং ফিশার (/ˈaɪlə/; জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৭৬)[1] একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি ওমানে স্কটিশ পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেন, ৬ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় গমন করেন। তিনি শিশুদের এ্যাডভেঞ্চার সিরিহ বে কোভ এবং সর্ট-লাইভ সোপ অপেরা প্যারাডাইজ বীচ এ অংশগ্রহণ করেন, সোপ অপেরা হোম এন্ড এ্যাওয়ে তে শ্যানন রীড ভূমিকায় অভিনয়ের পূর্বে। তখন থেকে তিনি পরিচিত কমেডি চরিত্রে স্কুবাই-ডু (২০০২), আই হার্ট হকবিস (২০০৪), ওয়েডিং ক্রাশারস (২০০৫),[2] হট রড (২০০৭), ডেফিনিটলি, মেবি (২০০৮), কনফেসন্স অব এ সোপাহোলিক (২০০৯), রানগো (২০১১), ব্যাচেলরটেট (২০১২), রাইজ অব দ্য গার্ডিয়ানস (২০১২), এবং অ্যারেস্টেড ডেভেলপমেন্ট (২০১৩) এ অভিনয়ের জন্য।
ইসলা ফিসার | |
---|---|
জন্ম | ইসলা ল্যাং ফিশার ৩ ফেব্রুয়ারি ১৯৭৬ |
জাতীয়তা | অস্ট্রেলিয়ান |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সাচা ব্যারন কোহেন (বি. ২০১০) |
সন্তান | ৩ |
২০১৩ সালে, ফিশার দ্য গ্রেট গ্যাটসবি এবং "হেনলি রিভস ইন" চরিত্রে নাও ইউ সি মি চলচ্চিত্রে অভিনয় করেন।
ফিশার মাসকট, ওমান এ জন্মগ্রহণ করেন, তিনি স্কটিশ পিতা-মাতা এলপেইথ রিড এবং ব্রায়ান ফিশারের কন্যা।[3] তার পিতা সেই সময় ইউনাইটেড নেশনস এর হয়ে ওমানে ব্যাংকার হিসেবে কর্মরত ছিলেন।[4] যখন তিনি ছিলেন একজন শিশু, তখন ফিশার এবং তার পরিবার বেথগেটে, তারপর পার্থ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াে ফিরে আসেন, তখন তিনি ৬ বছর বয়সী ছিলেন।[5] তার চারজন ভাইবোন আছে এবং বলেছেন যে পার্থে তার "অতি দরিদ্র জীবন" নিয়ে তিনি বেড়ে উঠেছিলেন।[2]
ফিশার সোয়ানবোন প্রাইমারি স্কুল এবং মেথডিস্ট লেডিজ কলেজে উপস্থিত ছিলেন। তিনি স্কুলে প্রযোজনায় প্রধান ভূমিকাতে উপস্থিত ছিলেন যেমন: লিটল সপ অব হররস'। ২১ বছর বয়সে, তিনি প্যারিসে এল ইকুল ইন্টারন্যাশনাল ডি থিয়েটার জ্যাক লিকক এ যোগদান করেন, যেখানে তিনি জোড়, মোম এবং কমেডি ডেলার্ট অধ্যয়ন করেন।[6]
ফিশার বলেন যে তার "সংবেদনশীলতা অস্ট্রেলিয়ান," তার রয়েছে "জীবনের পিছনে থাকা মনোভাব" এবং তিনি মনে করেন যে তিনি "খুব অস্ট্রেলিয়ান"।[7] তিনি নিজেকে নারীবাদী বলে মনে করেন।[8] তার মা এবং ভাইবোন গ্রিসের এথেন্সে বাস করে, যখন কিনা তার পিতা ফ্রাংকফুর্ট, জার্মানি ও নিকারাগুয়ায় ।[7]
সাশা ব্যারন কোহেন এর সাথে অভিনেত্রী ইসলা ফিশারের প্রথম সাক্ষাৎ হয় ২০০২ সালে অস্ট্রেলিয়ার সিডনির একটি পার্টিতে।[9] ২০০৪ সালে তাদের দু'জনের বাগদান সম্পন্ন হয় এবং ২০১০ সালের ১৫ মার্চ ফ্রান্সের প্যারিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।[10][11] ব্যারন কোহেন এবং ইস্লা ফিশারের দুই কন্যা- অলিভ (জন্ম: ১৯ অক্টোবর, ২০০৭ সাল)[12] এবং এলুলা লটি মিরিয়াম (জন্ম: অক্টোবর, ২০১০ সাল)[13] এবং একটি পুত্র সন্তান মন্টগোমেরি মোজেস ব্রায়ান (জন্ম: ১৭ মার্চ, ২০১৫ সাল) রয়েছে।[14]
২৮ ডিসেম্বর ২০১৫ সালে ইসলা ফিশার ও তার স্বামী সাশা ব্যারন কোহেন উত্তর সিরিয়ার শিশুদের হাম রোগের টিকা দানের জন্য সেভ দ্য চিলড্রেন সংগঠনকে ৩,৩৫,০০০ পাউন্ড (৫,০০,০০ মার্কিন ডলার) অনুদান হিসেবে দান করেন এবং সম-পরিমান অর্থ যুদ্ধ বিদ্ধস্থ সিরিয়ার শরণার্থীদের সাহায্যের জন্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিকে অনুদান হিসেবে প্রদান করেন।[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.