ইটিভি নেটওয়ার্ক
ভারতীয় টেলিভিশন চ্যানেলে উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইটিভি নেটওয়ার্ক ভারতের হায়দ্রাবাদভিত্তিক তেলুগু ভাষার সংবাদ এবং বিনোদন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের একটি নেটওয়ার্ক। তেলুগু ছাড়া এটির কাছে অন্যান্য ভাষার টেলিভিশন চ্যানেলও ছিল, কিন্তু সমস্ত অ-তেলুগু ভাষার চ্যানেলসমূহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মালিকানাধীন টিভি১৮কে ₹২.০৫৩ কোটির জন্য বিক্রি করে দেওয়া হয় ২০১৪-২০১৫ এ এবং এগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়।[১][২]
ইটিভি নেটওয়ার্ক | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২৭ আগস্ট ১৯৯৫ |
মালিকানা | রামোজি গ্রুপ |
চিত্রের বিন্যাস | ৫৭৬আই (১৬:৯ এসডি) ১০৮০আই (এইচডি) |
দেশ | ভারত |
প্রধান কার্যালয় | হায়দ্রাবাদ |
ওয়েবসাইট | etv |
ইতিহাস
সারাংশ
প্রসঙ্গ
তেলুগু ভাষার নেটওয়ার্ক
১৯৯৫ সালের ২৭ আগস্টে হায়দ্রাবাদভিত্তিক দৈনিক সংবাদপত্র ঈনাডু (তেলুগু ভাষায় 'আজ') তাদের নিজস্ব তেলুগু ভাষার চ্যানেল ঈনাডু টিভির উদ্বোধন করে।[৩]
২০১৫ সালের নভেম্বরে ফ্ল্যাগশিপ কোম্পানি ইটিপিএল চারটি নতুন চ্যানেল উদ্বোধন করে, যেগুলো হচ্ছে ইটিভি লাইফ, একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল, ইটিভি আভিরুচি, একটি রান্নার চ্যানেল, ইটিভি প্লাস, একটি বিনোদন এবং আপাতবাস্তব চ্যানেল, এবং ইটিভি সিনেমা, একটি চলচ্চিত্রের চ্যানেল।
অ-তেলুগু ভাষার টিভি সম্পদসমূহ
তেলুগু ভাষী এলাকায় সাফল্যের পর নেটওয়ার্কটি অন্যান্য ভারতীয় ভাষায় আঞ্চলিক চ্যানেল উদ্বোধন করেছে এবং ইটিভি ব্র্যান্ডটি ব্যবহার করে একটি বড় স্থানীয় সংবাদের নেটওয়ার্ক নির্মিত করেছে। ইটিভি নামটি ব্যবহার করার অনুমতির সাথে রামোজি গ্রুপ এটির অ-তেলুগু টেলিভিশন সম্পদসমূহ টিভি১৮কে বিক্রি করে ২০১৪ সালের জানুয়ারিতে।
২০১৫ সালের মার্চে টিভি১৮ এর ভায়াকম১৮ সমস্ত পাঁচটি ইটিভির আঞ্চলিক সাধারণ বিনোদন চ্যানেলগুলো রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। ইটিভি মারাঠি, ইটিভি গুজরাটি, ইটিভি কন্নড়, ইটিভি বাংলা, এবং ইটিভি ওড়িয়া যথাক্রমে কালার্স মারাঠি, কালার্স গুজরাটি, কালার্স কন্নড়, কালার্স বাংলা, এবং কালার্স ওড়িয়ায় রূপান্তর হয়।[৪]
২০১৮ সালের মার্চে টিভি১৮ এর তখনও ইটিভি ব্র্যান্ডিং ব্যবহার করা অ-তেলুগু ভাষার টেলিভিশন সম্পদসমূহ সব নিউজ১৮ এ রূপান্তর করা হয়।
২০১৬ সালের এপ্রিলে ইটিভি নেটওয়ার্ক নিউজ১৮ নামে কেরল, তামিলনাড়ু, আসাম এবং উত্তর-পূর্ব ভারতের দর্শকদের জন্য আঞ্চলিক চ্যানেল উদ্বোধন করেছে। সেই চ্যানেলগুলো হচ্ছে নিউজ১৮ কেরল, নিউজ১৮ তামিলনাড়ু, এবং নিউজ১৮ আসাম-এনই।
টেলিভিশন চ্যানেলসমূহ
চ্যানেল | ধরন | ভিডিও বিন্যাস | ভাষা |
---|---|---|---|
ইটিভি | GEC | এসডি + এইচডি | তেলুগু |
ইটিভি প্লাস | কমেডি | এসডি | |
ইটিভি লাইফ | স্বাস্থ্য | ||
ইটিভি সিনেমা | চলচ্চিত্র | ||
ইটিভি আভিরুচি | রান্না | ||
ইটিভি অন্ধ্রপ্রদেশ | সংবাদ | ||
ইটিভি তেলেঙ্গানা | |||
ইটিভি বাল্যভারত | শিশুতোষ | এসডি + এইচডি | ইংরেজি, হিন্দি, এবং ১০টি আঞ্চলিক ভাষা |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.