Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউকন[6] (/ˈjuːkɒn/; ফরাসি : [jykɔ̃]; আরো সাধারনভাবে ডাকা হয় দ্য ইউকন) হচ্ছে কানাডার সবচেয়ে ক্ষুদ্র ও সর্ব-পশ্চিমে অবস্থিত এবং তিনটি ফেডারেল অঞ্চলের একটি (অন্য দুটি হল উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ ও নুনাভুট)। ৩৫,৮৭৪ জন জনসংখ্যা নিয়ে, এটি কানাডার অন্য যেকোন প্রদেশ বা অঞ্চলের তুলনায় জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম।[7] হোয়াইটহর্স হচ্ছে অঞ্চলটির রাজধানী এবং ইউকনের একমাত্র শহর।
ইউকন | |
---|---|
নীতিবাক্য: (সরকারি কোন নীতিবাক্য নেই)[1] | |
কনফেডারেশন | জুন ১৩, ১৮৯৮ (৯ম) |
রাজধানী | হোয়াইটহর্স |
বৃহত্তর শহর | হোয়াইটহর্স |
বৃহত্তর মেট্রো | হোয়াইটহর্স |
সরকার | |
• কমিশনার | ডগ ফিলিপস |
• প্রধানমন্ত্রী | স্যান্ডী সিলভার (লিবারেল) |
আইনসভা | ইউকন আইন পরিষদ |
ফেডারেল প্রতিনিধিত্ব | (কানাডীয় সংসদে) |
সভায় আসন | ৩৩৮টির মধ্যে 1টি (0.3%) |
সিনেটে আসন | ১০৫টির মধ্যে 1টি (1%) |
আয়তন | |
• মোট | ৪,৮২,৪৪৩ বর্গকিমি (১,৮৬,২৭২ বর্গমাইল) |
• স্থলভাগ | ৪,৭৪,৩৯১ বর্গকিমি (১,৮৩,১৬৩ বর্গমাইল) |
• জলভাগ | ৮,০৫২ বর্গকিমি (৩,১০৯ বর্গমাইল) ১.৭% |
এলাকার ক্রম | ক্রম ৯ম |
কানাডার 4.8% | |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৩৫,৮৭৪ [2] |
• আনুমানিক (২০১৭ Q4) | ৩৮,৬৬৯ [3] |
• ক্রম | ক্রম ১৩তম |
• জনঘনত্ব | ০.০৮/বর্গকিমি (০.২/বর্গমাইল) |
বিশেষণ | Yukoner FR: Yukonnais(e) |
প্রাতিষ্ঠানিক ভাষা | ইংরেজি, ফরাসি |
জিডিপি | |
• ক্রম | ১২তম |
• মোট (২০১১) | C$২.৬৬০ বিলিয়ন[4] |
• মাথা পিছু | C$৭৫,১৪১ (৩য়) |
সময় অঞ্চল | UTC-৮ |
ডাককোড সংক্ষেপণ | YT |
ডাক কোডের উপসর্গ | Y |
আইএসও ৩১৬৬ কোড | CA-YT |
ফুল | Fireweed |
গাছ | Subalpine fir[5] |
পাখি | Common raven |
ওয়েবসাইট | www |
ক্রমায়নে সব প্রদেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে |
অঞ্চলটি উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ থেকে ১৮৯৮-এ পৃথক হয় এবং নামকরণ করা হয় ইউকন অঞ্চল। ফেডারেল সরকারের ইউকন আইন যেটি রাজকীয় সম্মতি লাভ করে মার্চ ২৭, ২০০২-এ, "ইউকন" অঞ্চলটির অফিসিয়াল নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়,[6] যদিও ইউকন অঞ্চল এখনো ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয় এবং কানাডা পোস্ট YT কে আন্তর্জাতিকভাবে অনুমোদিত পোস্টাল সংক্ষেপ হিসেবে ব্যবহার করছে।[8] যদিও আনুষ্ঠানিকভাবে দ্বিভাষিক (ইংরেজি এবং ফরাসি), ইউকন সরকার প্রথম জাতির ভাষাকেও স্বীকৃতি দেয়।
৫,৯৫৯ মি (১৯,৫৫১ ফু) উচ্চতা নিয়ে, ক্লুয়ানে জাতীয় পার্ক ও সংরক্ষিত এলাকায় অবস্থিত লোগান পর্বত হচ্ছে কানাডার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এবং উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ( মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের ম্যাকিন্লি পর্বত সর্বোচ্চ) পর্বতশৃঙ্গ। ইউকনের অধিকাংশেই সাবআর্কটিক জলবায়ু, দীর্ঘ ঠান্ডা শীতকাল এবং সংক্ষিপ্ত উষ্ণ গ্রীষ্ম দ্বারা চিহ্নিত হয়। উত্তর মহাসাগরের উপকূলে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে।
উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে ইউকন নদী, যেটির নামে এই অঞ্চলটির নাম রাখা হয়েছে, আরো রয়েছে প্লেই, স্টুয়ার্ট, পিল, হোয়াইট এবং তোতেশনিশী নদী।
এ অঞ্চলটির নামকরণ করা হয় ইউকন নদীর নাম অনুসারে। এটির নিজের নাম সংকোচন করা হয়েছে গওইচ্'ইন থেকে সে ভাষায় ব্যক্ত করলে হয় chųų gąįį han, যার মানে 'সাদা জলের নদী' এবং বোঝায় ইউকন নদীর শিলার গুঁড়োর ফ্যাকাশে রঙকে।[9][10]
২০১৬ আদমশুমারী অনুযায়ী ইউকনের জনসংখ্যা ৩৫,৮৭৪ জন, যা ২০১১ থেকে ৫.৮% বৃদ্ধি পেয়েছে।[2] ৪,৭৪,৭১২.৬৪ কিমি২ (১,৮৩,২৮৭.৫৭ মা২) ভূমি এলাকা নিয়ে, এটির ২০১১ সালে জনসংখ্যার ঘনত্ব ০.১/কিমি২ (০.২/বর্গমাইল)।[11]
২০১১ সালে ন্যাশনাল হাউজহোল্ড সার্ভে রিপোর্ট করেছে ইউকনের ৪৯.৯% ব্যক্তির কোন ধর্মের সঙ্গে সংযুক্ত নয়, যা কানাডার কোন স্থানের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হচ্ছে খ্রিষ্টান, ৪৬.২% বাসিন্দা এই ধর্মের অনুসারী। এর মধ্যে সবচেয়ে সাধারণ মূল্যবোধ ছিল ক্যাথলিক চার্চ (৩৯.৬%), কানাডায় অ্যাংগুলিক চার্চ (১৭.৮%) এবং ইউনাইটেড চার্চ অব কানাডা (৯.৬%)।[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.