আসমা বিনতে আবু বকর
মোহাম্মদের সাহাবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মোহাম্মদের সাহাবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আসমা বিনতে আবু বকর (আরবি: أسماء بنت أبي بكر) (আনুমানিক ৫৯৫ – ৬৯২ খ্রিষ্টাব্দ) ছিলেন মুহাম্মদ এর অন্যতম সাহাবি।
আসমা বিনতে আবু বকর | |
---|---|
أسماء بنت أبي بکر | |
জন্ম | আনু. ৫৯৫ খ্রিঃ |
মৃত্যু | আনু. ৬৯৫ (১০০ বছর) |
সমাধি | জান্নাতুল মুয়াল্লা, মক্কা |
পরিচিতির কারণ | ইসলামে মুহাম্মদ (সাহাবা) এর সাহাবী, আবু বকরের কন্যা এবং আয়েশার বোন |
উপাধি | ধাত আন-নিতাকায়েন |
দাম্পত্য সঙ্গী | যুবাইর ইবনুল আওয়াম |
পিতা-মাতা |
|
পরিবার | বনু তাইম |
আসমা বিনতে আবি বকর ছিলেন প্রথম খলিফা আবু বকরের কন্যা। তার মার নাম কুতাইলা বিনতে আবদুল উজ্জা। তিনি আবদুল্লাহ ইবনে আবি বকরের আপন বোন। আয়েশা ও উম্মে কুলসুম বিনতে আবি বকর তার সৎ বোন এবং আবদুর রহমান ইবনে আবি বকর ও মুহাম্মদ ইবনে আবি বকর তার সৎ ভাই ছিলেন। কিনানা গোত্রের দিক থেকে উম্মে রুমান বিনতে আমির নামে তার এক সৎ মা ও আল তুফায়েল ইবনে আল হারিস আল আজদি নামে এক সৎ ভাই ছিল। [1] ঐতিহাসিক ইবনে কাসির এবং ইবনে আকাসির এর মতে আসমা, আয়শা রাঃ থেকে ১০ বছরের বড় ছিলেন।[2][3][4][5][6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.