Loading AI tools
ফরাসি লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আনাতোল ফ্রঁস (ফরাসি Anatole France; ১৬ এপ্রিল ১৮৪৪ - ১২ অক্টোবর ১৯২৪) ছিলেন একজন ফরাসি কবি, সাংবাদিক এবং ঔপন্যাসিক। তার বেশ কয়েকটি উপন্যাস শীর্ষবিক্রীত (best seller) হয়েছিল। বিদ্রুপাত্মক ও সংশয়বাদী হলেও তাকে ভাবা হতো সেসময়ের আদর্শ ফরাসি পণ্ডিত। তিনি আকাদেমি ফ্রঁসেজের সদস্য ছিলেন এবং ১৯২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তার মস্তিষ্কের আকার ছিল সাধারণ মস্তিষ্কের দুই-তৃতীয়াংশ।[১]
আনাতোল ফ্রঁস | |
---|---|
জন্ম | François-Anatole Thibault ১৬ এপ্রিল ১৮৪৪ প্যারিস, ফরাসি সাম্রাজ্য |
মৃত্যু | ১২ অক্টোবর ১৯২৪ ৮০) টোরস, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র | (বয়স
পেশা | লেখক, গ্রন্থাগারিক |
ভাষা | ফরাসি |
জাতীয়তা | ফরাসি |
ধরন | উপন্যাস, কবিতা, স্মৃতিকথা |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার ১৯২১ |
স্বাক্ষর |
অনেকেই মনে করেন যে, মার্সেল প্রুস্তের উপন্যাস হারানো সময়ের সন্ধানেতে সাহিত্যিক "বের্গত" চরিত্রটি ফ্রঁস থেকে অনুপ্রাণিত।
বইবিক্রেতার সন্তান ফ্রঁসের জীবন কেটেছে বইকে ঘিরে। তিনি ছিলেন বইপ্রেমী।[২] তার বাবার বইয়ের দোকান লিব্রেরি ফ্রঁস ফরাসি বিপ্লব সম্পর্কিত বইয়ে সমৃদ্ধ ছিল। ফলে প্রসিদ্ধ লেখক ও গবেষকেরা এখানে আনাগোনা করতেন। ফ্রঁস লেখাপড়া করেন বেসরকারি ক্যাথলিক বিদ্যালয় কোলেজ স্তানিসলাস-এ (Collège Stanislas)। উত্তীর্ণ হয়ে তিনি বাবাকে বইয়ের দোকানে সহযোগিতা করতে থাকেন। কয়েক বছর পর তিনি বাশলিন- দোফ্লোরেন এবং লেমের নামক বইয়ের দোকানে বইয়ের তালিকাপ্রস্তুতকারকের চাকরি পান। ১৮৭৬ সালে তাকে ফরাসি সিনেটের গ্রন্থাগারিক নিযুক্ত করা হয়।
১৮৭৭ সালে ফ্রঁস বিয়ে করেন ভালেরি গেরাঁ দো সোভিই-কে।[৩] ১৮৮১ সালে তাদের এক কন্যা হয়, নাম রাখা হয় সুজান। ১৮৮৮-তে মাদাম আরমঁ দো কাইয়াভে-র সাথে তার পরিণয় গড়ে ওঠে। ১৯১০ সালে মাদামের মৃত্যুর পূর্বপর্যন্ত এ সম্পর্ক বিদ্যমান ছিল।[৩] ১৮৯৩ সালে বিবাহ-বিচ্ছেদের পর ফ্রঁস আরো অনেকের সাথে সম্পর্কে জড়ান। ১৯২০ সালে তিনি আবার বিয়ে করেন, এমা লাপ্রেভোতকে।[৪]
রাজনৈতিকভাবে, ফ্রঁস ছিলেন একজন সমাজবাদী এবং ১৯১৭-র রুশ বিপ্লবের ঘোষিত সমর্থক।[৫] বিশ্বাসের ক্ষেত্রে তিনি ছিলেন নাস্তিক।[৬][৭]
ফ্রঁস ১৯২৪ সালে তার মৃত্যুর পর লিখিতভাবে আক্রমণের শিকার হন। নাৎসি সহযোগী পিয়ের দ্রিও লা রোশেল এবং অন্য নিন্দুকেরা প্রচার করে যে তার লেখা অশ্লীল এবং অমৌলিক। ফ্রঁসের গুণমুগ্ধ ইংরেজ লেখক জর্জ অরওয়েল এসব প্রতিহত করেন। তিনি বলেন যে ফ্রঁসের লেখা অত্যন্ত সুপাঠ্য এবং "প্রশ্নাতীতভাবেই, তাকে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল।"[৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.