Loading AI tools
ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অনিতা রাজ খুরানা (জন্ম: ১৩ আগস্ট ১৯৬২)[2] হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৮০'র দশকের জনপ্রিয় অভিনেত্রীদের একজন।[3]
অনিতা রাজ | |
---|---|
জন্ম | অনিতা রাজ খুরানা ১৩ আগস্ট ১৯৬২ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮১–২০০০ ২০০৭–বর্তমান |
পরিচিতির কারণ | এক থা রাজা এক থী রানী ছোটি সর্দারনি |
উল্লেখযোগ্য কর্ম | গোলামী |
দাম্পত্য সঙ্গী | সুনীল হিঙ্গোরানি (বি. ১৯৮৬) |
সন্তান | ১[1] |
পিতা-মাতা |
|
অনিতা রাজ ১৯৬২ সালের ১৩ আগস্ট মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।[4] তিনি অভিনেতা জগদীশ রাজের কন্যা।[5]
অনিতা রাজ প্রেম গীত (১৯৮১), গোলামী (১৯৮৫), জরা সি জিন্দেগি (১৯৮৩), জমিন আসমান (১৯৮৪), এবং মাস্টারজি (১৯৮৫) সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।[6] তিনি এক থা রাজা এক থী রানী-তে প্রিয়মবদা দেববদন সিং দেও এবং ছোট সর্দারনি-তে কুলবন্ত ত্রিলোচন সিং ধিল্লনের চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তিনি ধর্মেন্দ্র'র সাথে সর্বাধিক চলচ্চিত্র করেছিলেন।[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.