জিম্বাবুয়ে ক্রিকেট দল একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ডিসেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।

দ্রুত তথ্য জিম্বাবুয়ে ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর ২০১৭-১৮, তারিখ ...
জিম্বাবুয়ে ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর ২০১৭-১৮
  Thumb Thumb
  দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে
তারিখ ২৬ – ২৯ ডিসেম্বর ২০১৭
অধিনায়ক ফাফ দু প্লেসিস গ্রেইম ক্রিমার
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান এইডেন মার্করাম (১২৫) কাইল জার্ভিস (২৮)
সর্বাধিক উইকেট অ্যান্ডিল ফেহলাকওয়াইও (৫)
মরনে মরকেল (৫)
কেশব মহারাজ (৫)
কাইল জার্ভিস (৩)
ক্রিস্টোফার এমপফু (৩)
বন্ধ

দলীয় সদস্য

প্রস্তুতিমূলক খেলা

তিনদিনের ম্যাচ: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বনাম জিম্বাবুয়ে

২০–২২ ডিসেম্বর ২০১৭ (দিন/রাত)
১৯৬ (৭১.৫ ওভার)
হ্যামিল্টন মাসাকাদজা ৭৯ (১৮১)
লিজাদ উইলিয়ামস ৩/১২ (৮.৫ ওভার)
২৮৭ (৭৮ ওভার)
তেম্বা বাভুমা ৭০ (৭৭)
গ্রেইম ক্রিমার ৪/৬৭ (২০ ওভার)
২৪৩ (৭৪.৩ ওভার)
চামু চিভাভা ৫৫ (১১০)
লিজাদ উইলিয়ামস ৪/৪৭ (১৫.৩ ওভার)
১৫৪/৫ (৩৮.২ ওভার)
রিকার্ডো ভাস্কন্সিলস ৫৭* (৫১)
গ্রেইম ক্রিমার ৪/৪৪ (১৩ ওভার)
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ৫ উইকেটে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: মুরে ব্রাউন (দক্ষিণ আফ্রিকা) ও ডেনিস স্মিথ (দক্ষিণ আফ্রিকা)

  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রতি খেলোয়াড় ১৪ খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং)।

টেস্ট সিরিজ

একমাত্র টেস্ট

২৬–২৯ ডিসেম্বর ২০১৭ (দিন/রাত)
৩০৯/৯ঘো (৭৮.৩ ওভার)
এইডেন মার্করাম ১২৫ (২০৪)
কাইল জার্ভিস ৩/৫৭ (১৯ ওভার)
৬৮ (৩০.১ ওভার)
কাইল জার্ভিস ২৩ (৫০)
মরনে মরকেল ৫/২১ (১১ ওভার)
১২১ (৪২.৩ ওভার) (f/o)
ক্রেগ আরভিন ২৩ (৫৮)
কেশব মহারাজ ৫/৫৯ (১৭.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা একটি ইনিংস এবং ১২০ রান দ্বারা জয়ী
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.