ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল (ইংরেজি: Western Province cricket team) দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেট দলবিশেষ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরে ওয়েস্টার্ন কেপ প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রথম-শ্রেণীর ক্রিকেট দল এটি। জানুয়ারি, ১৮৯০ সাল থেকে দলটি খেলে আসছে। কেপ টাউনের নিউল্যান্ডসে অতিথি দলগুলোর বিপক্ষে আয়োজক দল হিসেবে সর্বদাই নিজেদের খেলাগুলো আয়োজন করে।
১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে পেশাদারী পর্যায়ে খেলা আয়োজনে পুণঃসংগঠিত করার ফলে ও সাম্প্রতিক সময়ে ওয়েস্টার্ন প্রভিন্স বোল্যান্ডের সাথে যৌথভাবে দলটি গঠন করে। বর্তমানে দলটি কেপ কোবরাস নামে সুপারস্পোর্ট সিরিজে অংশ নিচ্ছে এবং পার্লের নিউল্যান্ডস ও বোল্যান্ড পার্ক মাঠে নিজেদের খেলাগুলো আয়োজন করছে। ইউসিবি প্রভিন্সিয়াল সিরিজে ওয়েস্টার্ন প্রভিন্স দলটি তাদের প্রাদেশিক নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে।
পূর্বতন কারি কাপ ও ক্যাসল কাপ নামে পরিচিত বর্তমান সুপারস্পোর্ট সিরিজে ওয়েস্টার্ন প্রভিন্স দল ১৮বার শিরোপা জয় করেছে।
ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল নিম্নবর্ণিত মাঠগুলো ব্যবহার করছে:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.