Remove ads
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেপ কোবরাস (ইংরেজি: Cape Cobras) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স ও বোল্যান্ড এলাকার প্রতিনিধিত্বকারী বিশেষ অধিকারপ্রাপ্ত ক্রিকেট দল। কেপ টাউনের পিপিসি নিউল্যান্ডস ও পার্লের বোল্যান্ড পার্কে যৌথভাবে নিজেদের অনুশীলনী খেলা পরিচালনা করে। সানফয়েল কাপ, মোমেন্টাম ওয়ান ডে কাপ ও রাম স্লাম টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় কোবরাস দল খেলে থাকে। আধুনিক যুগে দলটি অন্যতম সফলতম ঘরোয়া দলের মর্যাদা পাচ্ছে।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | ডেন পাইত জেপি ডুমিনি |
কোচ | অ্যাশওয়েল প্রিন্স |
দলের তথ্য | |
রং | নিজমাঠে: নীল হলুদ প্রতিপক্ষীয় মাঠে: কমলা নীল |
প্রতিষ্ঠা | ২০০৫ |
স্বাগতিক মাঠ | পিপিসি নিউল্যান্ডস |
ধারণক্ষমতা | ২৫,০০০ |
দাপ্তরিক ওয়েবসাইট | কেপ কোবরাস |
২০০৫-০৬ মৌসুম থেকে ওয়েস্টার্ন প্রভিন্স ও বোল্যান্ডের সম্মিলিত প্রথম-শ্রেণীর দলটি নশুয়া মোবাইল কেপ কোবরাস নামে পরিচিত ছিল। ওয়েস্টার্ন প্রভিন্স ও বোল্যান্ড দল ২০০৪-০৫ মৌসুমে যৌথভাবে ওয়েস্টার্ন প্রভিন্স নামে পরিচিত ছিল। ২০০৫ সালে বোল্যান্ড ক্রিকেট ও ওয়েস্টার্ন প্রভিন্স একিভূত হবার পর কোবরাসকে ওয়েস্টার্ন প্রভিন্স নামে ডাকা হতো।
মোমেন্টাম ওয়ান ডে কাপ ও রাম স্লাম টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় কোবরাস দল নীল শার্ট ও ট্রাউজারের সাথে হালকা হলুদের আবরণ রাখে। দলটি বর্তমান পোশাক সরবরাহকারী হিসেবে রয়েছে বিএএস। এ মৌসুমে ব্যবসায়িক সম্প্রচার সংস্থা না থাকায় দলটি তাদের পোশাকে নেলসন মান্ডেলা ফাউন্ডেশন লোগো ব্যবহার করছে।[১] দলটির সহযোগী ব্যবসায়িক অংশীদার কেএফএম।
আন্তর্জাতিক খেলায় ক্যাপ পরিধানকারী খেলোয়াড়দেরকে গাঢ়ভাবে দেখানো হয়েছে।
ক্রমিক নং | নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
উদ্বোধনী ব্যাটসম্যান | ||||||
ম্যাথু ক্লেইনভেল্ট | ১০ আগস্ট ১৯৮৯ | বামহাতি | ডানহাতি অফ-ব্রেক | |||
৪ | অ্যান্ড্রু পুটিক | ১১ ডিসেম্বর ১৯৮০ | বামহাতি | ডানহাতি লেগ ব্রেক | ||
অমফাইল রামেলা | ১৪ মার্চ ১৯৮৮ | বামহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | |||
৭৪ | স্টিয়ান ফন জিল | ১৯ সেপ্টেম্বর ১৯৮৭ | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ||
ব্যাটসম্যান | ||||||
১ | হাশিম আমলা | ৩১ মার্চ ১৯৮৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই উদ্বোধক | |
২১ | জেপি ডুমিনি | ১৪ এপ্রিল ১৯৮৪ | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | ||
৮৮ | রিচার্ড লেভি | ১৪ জানুয়ারি ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই উদ্বোধক | |
পিটার মলন | ১২ আগস্ট ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
৫০ | লেসিবা এনগোপে | ১৪ এপ্রিল ১৯৯৩ | বামহাতি | স্লো লেফট-আর্ম | ||
২৮ | জাস্টিন অনটং | ৪ জানুয়ারি ১৯৮০ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অধিনায়ক | |
কিগান পিটারসন | ৮ আগস্ট ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | |||
উইকেট-রক্ষক | ||||||
৪৪ | ডেন ভিলাস | ১০ জুন ১৯৮৫ | ডানহাতি | — | ||
অল-রাউন্ডার | ||||||
সিব্রান্ড এংগেলব্রেখ্ট | ১৫ সেপ্টেম্বর ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি অফ-স্পিন | |||
৩৪ | জাস্টিন ক্যাম্প | ২ অক্টোবর ১৯৭৭ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ||
শাহীন খান | ২৮ জুন ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
ওয়েন পার্নেল | ৩০ জুলাই ১৯৮৯ | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||
৫ | রবিন পিটারসন | ৪ আগস্ট ১৯৭৯ | বামহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||
২৪ | ভার্নন ফিল্যান্ডার | ২৪ জুন ১৯৮৫ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ||
স্পিন বোলার | ||||||
জর্জ লিন্ডে | ১২ এপ্রিল ১৯৯১ | বামহাতি | স্লো লেফট-আর্ম | |||
ডেন পাইত | ৬ মার্চ ১৯৯০ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | |||
সিম বোলার | ||||||
ফেরিস্কো অ্যাডামস | ১২ জুলাই ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||
বিউরেন হেনড্রিক্স | ৮ জুন ১৯৯০ | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||
৯ | ররি ক্লেইনভেল্ট | ১৫ মার্চ ১৯৮৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ||
অভিউই মিজিমা | ১০ আগস্ট ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||
টিশিপো মোরকি | ১০ জুলাই ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||
ট্রাভিস মুলার | ৪ মার্চ ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||
এমপিলো এনজোলোজা | ২০ ডিসেম্বর ১৯৮৮ | ডানহাতি | বামহাতি মিডিয়াম ফাস্ট | |||
৪৪ | ডেন পিটারসন | ৪ এপ্রিল ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ||
জাখেলে কোয়াবি | ২৫ মে ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
১০ | এমথোকোজিসি শেজি | ৯ সেপ্টেম্বর ১৯৮৭ | বামহাতি | বামহাতি মিডিয়াম | ||
৮ | ডেল স্টেইন | ২৭ জুন ১৯৮৩ | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ||
লিজাড উইলিয়ামস | ১ অক্টোবর ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট |
২০১৫-এ ক্রিকইনফো অনুযায়ী দলীয় সদস্যসহ (২০১৪/১৫ ও ২০১৫/১৬ মৌসুমের শৌখিন খেলোয়াড়)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.