বিদর্ভ (উচ্চারণ: [ʋid̪əɾbʱə]) হল একটি ভৌগোলিক অঞ্চল এবং মধ্য ভারতের একটি প্রস্তাবিত রাজ্য এবং বর্তমানে নাগপুর বিভাগ এবং অমরাবতী বিভাগ নিয়ে গঠিত ভারতের মহারাষ্ট্র রাজ্যের পূর্বাঞ্চল। অমরাবতী বিভাগের পূর্বের নাম বেরার (মারাঠি ভাষায় ভর্হদ)।[2][3] এটি মোট এলাকার ৩১.৬% দখল করে এবং মহারাষ্ট্রের মোট জনসংখ্যার ২১.৩% ধারণ করে। এর উত্তরে মধ্যপ্রদেশ রাজ্য, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে তেলঙ্গাণা এবং পশ্চিমে মহারাষ্ট্রের মরাঠওয়াড়া ও উত্তর মহারাষ্ট্র অঞ্চলের সীমানা। এটি মধ্য ভারতে অবস্থিত। বিদর্ভের বৃহত্তম শহর হল নাগপুর তারপর অমরাবতী, অকোলা এবং চন্দ্রপুর। বৈদর্ভীয়দের অধিকাংশই মারাঠি ভাষার ভার্হদী এবং ঝাদী উপভাষায় কথা বলে।[4]

দ্রুত তথ্য বিদর্ভ, দেশ ...
বিদর্ভ
প্রাক্তন রাজ্য এবং ঐতিহাসিক অঞ্চল
Thumb
'গাঢ় নীল': নাগপুর জেলা, ''নীল': নাগপুর বিভাগ, ধূসর': অমরাবতী জেলা, 'সামুদ্রিক সবুজ': অমরাবতী বিভাগ
Thumb
লাল রঙে বিদর্ভ সহ ভারতের মানচিত্র
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
সরকার
  শাসকমহারাষ্ট্র সরকার
আয়তন[1]
  মোট৯৭,৩২১ বর্গকিমি (৩৭,৫৭৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২,৩০,০৩,১৭৯
  জনঘনত্ব২৪০/বর্গকিমি (৬১০/বর্গমাইল)
বিশেষণবৈদর্ভীয়
ভাষা
  দাপ্তরিকমারাঠি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
যানবাহন নিবন্ধনMH-
বৃহত্তম শহরনাগপুর
বন্ধ

নাগপুর অঞ্চল কমলাতুলা চাষের জন্য পরিচিত। বিদর্ভ মহারাষ্ট্রের খনিজ সম্পদের দুই-তৃতীয়াংশ এবং তার বনজ সম্পদের তিন-চতুর্থাংশ ধারণ করে, এবং শক্তির মহত্বপূর্ণ উৎপাদক।[5]

ইতিহাস জুড়ে, বিদর্ভ বাকি ভারতের তুলনায় অনেক শান্ত ছিল, বিশেষ করে সাম্প্রদায়িক সমস্যার সময়। তবে সেখানে যথেষ্ট দারিদ্র্য[6] এবং অপুষ্টি রয়েছে।[7] মহারাষ্ট্রের বাকি অংশের তুলনায় এটি অর্থনৈতিকভাবে কম সমৃদ্ধ।[8] সমগ্র ভারতের তুলনায় এই অঞ্চলের কৃষকদের জীবনযাত্রার অবস্থা খারাপ। এক দশকে মহারাষ্ট্রে ২০০,০০০-এরও বেশি কৃষক আত্মহত্যা করেছে, যার ৭০% বিদর্ভ অঞ্চলের ১১টি জেলায়।[9]

মহারাষ্ট্র সরকারের উপেক্ষা এবং বিদর্ভের অদক্ষ রাজনৈতিক নেতৃত্বের কারণে সম্প্রতি একটি পৃথক বিদর্ভ রাজ্যের জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক ও আর্থিকভাবে মহারাষ্ট্রের বাকি অংশ থেকে আলাদা হওয়ার কারণে, একটি পৃথক রাজ্যের আহ্বান তখনই প্রাধান্য পায় যখন সাম্প্রতিক বছরগুলিতে এই অঞ্চলের নেতাদের অন্যান্য রাজনৈতিক নেতারা উপেক্ষা করেছিলেন।[10] রাজ্যের প্রধান রাজনৈতিক দল শিবসেনার বিরোধিতার কারণে রাজ্যত্বের দাবি পূরণ হয়নি।[11]


তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.