স্কাইপ (/ˈskp/; ইংরেজি: Skype) একটি ভিওআইপি সেবা এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে। একজন স্কাইপ ব্যবহারকারী অন্য স্কাইপ ব্যবহারকারীকে বিনামূল্যে কল করতে পারে। ২০১১ সালে মাইক্রোসফট কর্পোরেশন ৮·৫ বিলিয়ন ডলারে স্কাইপ লিমিটেডকে কিনে নেয়।

দ্রুত তথ্য মূল উদ্ভাবক, উন্নয়নকারী ...
স্কাইপ
স্কাইপ লোগো
Thumb
স্কাইপের স্ক্রিণশট
মূল উদ্ভাবকপ্রিত কাসিসেলু এবং জন টালিন
উন্নয়নকারীস্কাইপ প্রযুক্তি
(মাইক্রোসফট কর্পোরেশন)
প্রাথমিক সংস্করণআগস্ট ২০০৩; ২১ বছর আগে (2003-08)
যে ভাষায় লিখিতডেলফি, সি এবং সি++
অপারেটিং সিস্টেমউইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এনড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি, নোকিয়া এক্স, ফায়ার ওএস, এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ভিতা এবং প্লেস্টেশন পোর্টেবল
উপলব্ধ৩৮টি ভাষায়
ধরনভিডিও কনফারেন্সিং, ভিওআইপি এবং তাৎক্ষণিক বার্তা প্রেরক
লাইসেন্সফ্রিমিয়াম (অ্যাডওয়ার)
ওয়েবসাইটskype.com/en/
বন্ধ

বৈশিষ্ট্যসমূহ

নিবন্ধিত স্কাইপ ব্যবহারকারীদের স্কাইপ আইডি থাকে, যার মাধ্যমে তারা যোগাযোগ করে। এই আইডিসমূহ স্কাইপ ডিরেক্টরিতে তালিকাভুক্ত থাকে। ২০০৬ সালের জানুয়ারিতে উইন্ডোজ এবং ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপ ভিডিও কনফারেন্সিং চালু করে। ২০০৮ সালের ১৩ মার্চ লিনাক্সের জন্যও এই সুবিধা চালু করা হয়।

ইতিহাস

২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকলাস জেনস্ট্রম স্কাইপ প্রতিষ্ঠা করেন।[1] পরবর্তীতে এস্তোনিয়ার আহতি হেইলা, প্রীত কাসেসালু এবং জান তালিন তাদের সাথে স্কাইপ সফটওয়্যারের উন্নতি সাধন করেন। পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সফটওয়্যার কাজা'র মাধ্যমে নেপথ্যে থেকে কাজ করেন তারা।[2] ২০০৩ সালের আগস্ট মাসে জনসমক্ষে স্কাইপ সফটওয়্যারের প্রথম বেটা সংস্করণ প্রকাশ করা হয়।

প্রতিদ্বন্দ্বী

  • গোটুমিটিং
  • ওওভিওও
  • ওস্তেল
  • ভাইবার
  • ভিসি
  • ওয়েবয
  • জেলো

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.