Loading AI tools
জার্মান ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জান্দ্রো ওয়াগনার (জন্ম: ২৯ নভেম্বর ১৯৮৭) হলেন একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[3][4]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জান্দ্রো ওয়াগনার[1] | |||||||||||||||||||
জন্ম | [1] | ২৯ নভেম্বর ১৯৮৭|||||||||||||||||||
জন্ম স্থান | মিউনিখ, পশ্চিম জার্মানি | |||||||||||||||||||
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)[2] | |||||||||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | |||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | |||||||||||||||||||
জার্সি নম্বর | ২ | |||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||
১৯৯০–১৯৯৫ | হের্থা মিউনিখ | |||||||||||||||||||
১৯৯৫–২০০৬ | বায়ার্ন মিউনিখ | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
২০০৬–২০০৮ | বায়ার্ন মিউনিখ ২ | ৪৪ | (২) | |||||||||||||||||
২০০৭–২০০৮ | বায়ার্ন মিউনিখ | ৪ | (০) | |||||||||||||||||
২০০৮–২০১০ | এমএসভি ডুইসবুর্গ | ৩৬ | (১২) | |||||||||||||||||
২০১০–২০১২ | ওয়ের্ডার ব্রেমেন ২ | ১৮ | (৭) | |||||||||||||||||
২০১০–২০১২ | ওয়ের্ডার ব্রেমেন | ৩০ | (৫) | |||||||||||||||||
২০১২ | → ১. এফসি কাইসারস্লাউটের্ন (ধার) | ১১ | (০) | |||||||||||||||||
২০১২–২০১৫ | হের্থা বিএসসি ২ | ৩ | (১) | |||||||||||||||||
২০১২–২০১৫ | হের্থা বিএসসি | ৭১ | (৭) | |||||||||||||||||
২০১৫–২০১৬ | ডার্মস্টাট ৯৮ | ৩২ | (১৪) | |||||||||||||||||
২০১৬–২০১৭ | ১৮৯৯ হোফেনহেইম | ৪২ | (১৫) | |||||||||||||||||
২০১৮– | বায়ার্ন মিউনিখ | ১১ | (৭) | |||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৮ | (৪) | |||||||||||||||||
২০১৭– | জার্মানি | ৮ | (৫) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
তিনি জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে সর্বমোট ৮টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন, যার মধ্যে সুইডেনে অনুষ্ঠিত ২০০৯ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে করা ২টি গোল উল্লেখযোগ্য, যেখানে তারা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।[5]
২০১৭ সালের জুন মাসে, ডেনমার্কের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ এবং ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সান মারিনোর বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি সর্বপ্রথম জাতীয় দলে ডাক পান।[6] তিনি প্রতিযোগিতামূলক খেলায় ২০১৭ সালের ৬ই জুন তারিখে ডেনমার্কের বিরুদ্ধে অভিষেক করেন, যেখানে তার দল ১–১ গোলে ড্র করে। উক্ত খেলায় তিনি ৬০ মিনিটের অধিক সময় খেলেছিলেন।[7] চার দিন পরে, তিনি সান মারিনোর বিরুদ্ধে খেলায় হ্যাট্রিক করেন, যেখানে তার দল ৭–০ গোলে জয়লাভ করে।[8] তার খেলার ধরন দেখে জাতীয় দলের দল ম্যানেজার ইওয়াখিম ল্যোভ তার প্রশংসা করেছেন।[9]
ওয়াগনার ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছেন, যেখানে তারা বিজয়ী হয়েছিলেন।[10] তিনি উক্ত প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯শে জুন তারিখে প্রথম এবং একমাত্র ম্যাচটি খেলেছেন, উক্ত খেলায় তিনি বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছেন যেখানে তার দল ৩–২ গোলে জয়লাভ করেছে।[11] পরবর্তীতে তার বদলে টিমো ওয়ের্নার এবং লার্স স্টিন্ডলের মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়, যার ফলে জার্মানি ফাইনালে চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।[12] ওয়াগনার আজারবাইজান এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করার মাধ্যমে ২০১৭ সালটি শেষ করেন।[13][14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.