নেশন অব ইসলাম (এনওআই) (আরবি: أمة الإسلام, (ইংরেজি: Nation of Islam (NOI)) একটি নতুন ধর্মীয় প্রচারণা যা ওয়ালেস ডি. ফার্ড মুহাম্মদ কর্তৃক ১৯৩০ সালের জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে শুরু হয়। এর প্রাথমিক লক্ষ্য ছিলো যুক্তরাষ্ট্রে বসবাসরত আফ্রিকান আমেরিকান এবং সকল মানবজাতির মানবিক, আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন।[২] এর ফলশ্রুতিতে এটি কালো শ্রেষ্ঠত্ববাদীতা [৩] এবং সেমিটিক-বিরোধী[৪][৫][৬][৭] সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।
সংক্ষেপে | NOI |
---|---|
মূলনীতি | "Justice or Else!" |
গঠিত | ৪ জুলাই ১৯৩০ |
প্রতিষ্ঠাতা | Wallace Fard Muhammad |
প্রতিষ্ঠাস্থান | Detroit, Michigan, U.S. |
ধরন | Political religious movement |
আইনি অবস্থা | Active |
সদরদপ্তর | Mosque Maryam, Chicago, Illinois |
অবস্থান |
|
ক্ষেত্রসমূহ | Politics, religion |
সদস্যপদ (2007 estimate) | 20,000–50,000[১] |
দাপ্তরিক ভাষা | English, Arabic |
Leader | Louis Farrakhan |
মূল ব্যক্তিত্ব |
|
সহায়করা |
|
ওয়েবসাইট | www |
ইতিহাস
বিশ্বাস ও তত্ত্ব
নেশন অব ইসলাম (এনওআই) ও এর অনুসারীদের মূল ধর্ম বিশ্বাস হল - আল্লাহ একমাত্র প্রভু, আল্লাহ ছাড়া অন্য কোন প্রভু নাই।[৮][৯]
মূল সূত্র
সৃষ্টিতত্ত্ব
বাইবেলর ব্যাখ্যা
বিচ্ছিন্নতাবাদীতা
বর্নবাদ সম্পর্কিত শিক্ষা
নেশন অব ইসলাম-এর অনুসারী বর্তমান ও সাবেক প্রখ্যাত ব্যক্তিত্ত্ববর্গ
- এলিজাহ মুহাম্মদ
- তাইনিট্টা মুহাম্মদ
- লুইস ফারা খান
- খালিদ আব্দুল মুহাম্মদ
- খাদিজাহ ফারা খান
- ম্যালকম এক্স - পরবর্তীতে সুন্নি মুসলমান হিসেবে ধর্মান্ত্বরিত
- মোহাম্মদ আলী – পরবর্তীতে ১৯৭৫ সালে সুন্নি মুসলমান হিসেবে ধর্মান্ত্বরিত এবং ২০০৫ সাল থেকে সুফিবাদ চর্চা করছেন[১০]
- মুস্তফা ফারা খান - সর্ব্বোচ্চ সেনা
- মুস্তফা ফারা খান, জুনিয়র
- ওয়ারিথ দীন মোহাম্মদ – পরবর্তীতে সুন্নি মুসলমান হিসেবে ধর্মান্ত্বরিত
- ক্লারেন্স ১৩ এক্স - পরবর্তীতে নেশন অব গড এন্ড আর্থ গঠন করেন
- এমসি রেন – পরবর্তীতে মুসলমান হিসেবে ধর্মান্ত্বরিত[১১]
- ক্যাম- নেশন অব ইসলামের সদস্য এবং আইস কিউ-এর প্রাক্তন সভাসদ
- জন এ্যালেন মুহাম্মদ – প্রাক্তন সদস্য[১২]
- ব্যাঞ্জামিন চেভিস মুহাম্মদ
- জেটি দ্যা বিগ্গা ফিগ্গা
- প্যারিস - পরবর্তীতে ত্যাগ করে ও "আজ্ঞেয়বাদী" হয়েছেন
- স্নুপ ডগ[১৩] - পরবর্তীতে রাস্তাফারি আন্দোলনে যুক্ত
- কুয়ানেল এক্স - সাবেক সদস্য ১৯৯০ - ২০০১ পর্যন্ত, বর্তমানে নিউ ব্লাক প্যান্থার পার্টির সদস্য
আরও দেখুন
- আফ্রিকাকেন্দ্রীকতা
- কালো স্বতন্ত্রবাদীতা
- কালো শ্রেষ্ঠত্ববাদীতা
- শেষ ডাক
- ফ্রুট অব ইসলাম (FOI)
- জেব্রা হত্যাকাণ্ড
তথ্যসূত্র
বহি:সংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.