Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে । এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
ধরন | অলাভজনক (cooperative) |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৮৪৬ নিউ ইয়র্ক সিটি |
সদর দপ্তর | নিউ ইয়র্ক সিটি |
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ | টম কার্লি, সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা |
যে অঞ্চলসমূহে কাজ করে | বিশ্বব্যাপী |
শিল্প | নিউজ মিডিয়া |
যা উৎপাদন করে | তার যোগাযোগ সার্ভিস |
রাজস্ব | ৬৫৪,১৮৬,০০০ মার্কিন ডলার (২০০৫) |
মূল আয় | ১৭,৯৫৯,০০০ মার্কিন ডলার (২০০৫) |
মোট আয় | ১৮,৫২৮,০০০ মার্কিন ডলার (২০০৫) |
কর্মচারী ও কর্মকর্তা | ৩,৭০০ |
ওয়েবসাইট | ap.org |
২০০৫ এ ১৭০০ সংবাদপত্র ও ৫০০০ টেলিভিশন ও বেতার সংস্থা এপির সংগৃহিত তথ্য ব্যবহার করেছে। এপির ফটো লাইব্রেরিতে ১ কোটির ও বেশি ছবি আছে। বর্তমানে এপির ২৪২ টি ব্যুরোর মাধ্যমে ১২১টি দেশে সেবা দিচ্ছে।
অ্যাসোসিয়েটেড প্রেস ১৮৪৬ সালের মে মাসে [১] মেক্সিকান-আমেরিকান যুদ্ধের খবর প্রেরণের খরচ ভাগ করে নেওয়ার জন্য নিউইয়র্ক শহরের পাঁচটি দৈনিক সংবাদপত্র গঠিত হয়েছিল।[২] এই উদ্যোগের আয়োজন করেছিলেন মোজেস ইয়েল বিচ (1800–68), দি সান এর দ্বিতীয় প্রকাশক, এরপর নিউইয়র্ক হেরাল্ড, নিউইয়র্ক কুরিয়ার এন্ড এনকুইয়ার, দ্য জার্নাল অব কমার্স এবং নিউ ইয়র্ক ইভিনিং এক্সপ্রেস যোগ দিয়েছিল।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.