উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিংহলি: මහින්ද රාජපක්ෂ ජාත්යන්තර ක්රීඩාංගනය, তামিল: மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்) বা সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার হাম্বানটোটায় অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১১ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২০১০ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়। বিশ্বকাপের মোট দু'টি ম্যাচ স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়। ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর উদ্বোধনী ম্যাচসহ মোট তিনটি ম্যাচ এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৩৫,০০০।
সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | সূর্যবিভা, হাম্বানটোটা, শ্রীলঙ্কা |
দেশ | শ্রীলঙ্কা |
স্থানাঙ্ক | ৬°২১′১৪.৫″ উত্তর ৮১°১′৩৬.৫″ পূর্ব |
প্রতিষ্ঠা | ২০১০ |
ধারণক্ষমতা | ৩৫,০০০ |
স্বত্ত্বাধিকারী | শ্রীলঙ্কা ক্রিকেট |
পরিচালক | শ্রীলঙ্কা ক্রিকেট |
ভাড়াটে | শ্রীলঙ্কা ক্রিকেট |
প্রান্তসমূহ | |
থানামালউইলা এন্ড সূর্যবিভা এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ২০ ফেব্রুয়ারি ২০১১: শ্রীলঙ্কা বনাম কানাডা |
সর্বশেষ পুরুষ ওডিআই | ২৪ আগস্ট ২০২৩: আফগানিস্তান বনাম পাকিস্তান |
প্রথম পুরুষ টি২০আই | ১ জুন ২০১২: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান |
সর্বশেষ পুরুষ টি২০আই | ৬ আগস্ট ২০১৩: শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম নারী ওডিআই | ১৬ মার্চ ২০১৯: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড |
সর্বশেষ নারী ওডিআই | ১৮ মার্চ ২০১৯: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড |
৭ জুন ২০২৩ অনুযায়ী |
২০১১ সালে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুটি সফল বিশ্বকাপ ম্যাচের আয়োজন করে।
শ্রীলঙ্কা ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল। তন্মধ্যে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্য ম্যাচগুলো পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
দল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | সি২ | ২ | ২ | ০ | ০ | +৩.৫৯৭ | ৪ |
শ্রীলঙ্কা | সি১ | ২ | ১ | ১ | ০ | +১.৮৫২ | ২ |
জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | -৩.৬২৪ | ০ |
১৮ সেপ্টেম্বর ১৯:৩০ (দিন/রাত) |
ব |
||
২০ সেপ্টেম্বর ১৯:৩০ (দিন/রাত) |
ব |
||
রিচার্ড লেভি ৫০* (৪৩) |
২২ সেপ্টেম্বর ১৫:৩০ (দিন/রাত) |
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.