কুর্দি ভাষা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুর্দি ভাষা (কুর্দি ভাষায়: کوردی) পরিভাষাটি কুর্দি জাতির লোকদের মধ্যে প্রচলিত একটি ইরানীয় ভাষার বিভিন্ন উপভাষাকে বোঝাতে ব্যবহার করা হয়। ভাষাটি মূলত ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কে প্রচলিত। [৫]
কুর্দি | |
---|---|
كوردی, Kurdi, К'ӧрди | |
![]() | |
দেশোদ্ভব | তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া, আর্মেনিয়া, লেবানন |
অঞ্চল | মধ্যপ্রাচ্য |
মাতৃভাষী | ৪ কোটিরও বেশি [১][২][৩][৪]
|
ইন্দো-ইউরোপীয়
| |
কুর্দি লিপি (ইরান ও ইরাকে আরবি লিপির একটি পরিবর্তিত সংস্করণ; তুরস্কে ও সিরিয়াতে লাতিন লিপির একটি পরিবর্তিত সংস্করণ; প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে সিরিলীয় লিপির একটি পরিবর্তিত সংস্করণ) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ইরাক ইরাকি কুর্দিস্তান |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | ku |
আইএসও ৬৩৯-২ | kur |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:kur – কুর্দি (সাধারণ)ckb – কেন্দ্রীয় কুর্দিkmr – উত্তর কুর্দিsdh – দক্ষিণ কুর্দি |
কুর্দি ভাষা ইরানীয় ভাষাসমূহের পশ্চিম উপদলের অন্তর্গত। ইরানীয় ভাষাগুলি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-ইরানীয় ভাষাসমূহের অন্তর্গত উপশাখা। কুর্দি ভাষার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় ভাষাগুলি হল বেলুচি ভাষা, গিলাকি ভাষা এবং তালিশ ভাষা। এই তিনটি ভাষাই উত্তর-পশ্চিম ইরানীয় ভাষা। দক্ষিণ-পশ্চিম ইরানীয় ভাষা ফার্সি ভাষার সাথেও কুর্দি ভাষার সাথে দূরবর্তী সম্পর্ক আছে।
কুর্দি জাতির লোকেরা নিজেদের সব ভাষাকে একত্রে কুর্দি ভাষা নামে ডাকে না। তারা বিভিন্ন কুর্দি উপভাষার নামেই নিজেদের ভাষাগুলিকে ডাকে। তবে জাতিগত সত্তা প্রকাশার্থে কুর্দি পরিভাষাটি ব্যবহার করে।
মিররানীর ভাষ্য পীরশহর ও বিজর ভাষায় বলা হয়।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.