কর্ণাটক

ভারতের একটি রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কর্ণাটকmap

কর্ণাটক (কন্নড়: ಕರ್ನಾಟಕ, প্রতিবর্ণী. কর্নাটক [kəɾˈnɑːʈəkɑː] (শুনুন), কন্নড়িগাদের দেশ) হল দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। ১৯৫৬ সালের ১ নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এই রাজ্য স্থাপিত হয়। রাজ্যটির আদি নাম ছিল মহীশূর রাজ্য। ১৯৭৩ সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক

দ্রুত তথ্য কর্ণাটক ಕರ್ನಾಟಕ, দেশ ...
কর্ণাটক
ಕರ್ನಾಟಕ
রাজ্য
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
উপর থেকে, বাম থেকে ডান:
বেঙ্গালুরু, পট্টডাকাল, ভগবান বাহুবলী মূর্তি, গোল গম্বুজ, শিবনসমুদ্র জলপ্রপাত, হৈসল সাম্রাজ্যের প্রতীক, মুরুদেশ্বরে গোপুরম, বিরূপাক্ষ মন্দির, হারাঙ্গি বাঁধ এবং তাদিয়ান্দমল
Thumb
পতাকা
Thumb
সীলমোহর
Thumb
ভারতে কর্ণাটকের অবস্থান
Thumb
কর্ণাটকের মানচিত্র
স্থানাঙ্ক (বেঙ্গালুরু): ১২.৯৭০২১৪° উত্তর ৭৭.৫৬০২৯° পূর্ব / 12.970214; 77.56029
দেশ ভারত
প্রতিষ্ঠা১৯৫৬-১১-০১
রাজধানীবেঙ্গালুরু
বৃহত্তম শহরবেঙ্গালুরু
জেলা৩১
সরকার
  রাজ্যপালবাজুভাই বালা
  মুখ্যমন্ত্রীবি এস ইয়েদুরাপ্পা (বিজেপি)
  কর্ণাটক বিধানসভাদ্বিকক্ষীয় (২২৫ + ৭৫ আসন)
আয়তন[]
  মোট১,৯১,৭৯১ বর্গকিমি (৭৪,০৫১ বর্গমাইল)
এলাকার ক্রম৮ম
জনসংখ্যা (২০০১)[]
  মোট৫,২৮,৫০,৫৬২
  ক্রম৯ম
  জনঘনত্ব২৮০/বর্গকিমি (৭১০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-KA
মানব উন্নয়ন সূচক 0.600 (medium)
মানব উন্নয়ন সূচক র্যাঙ্ক২৫তম (২০০৫)
সাক্ষরতা৬৯.৩% (১৮তম)
সরকারি ভাষাকন্নড়, ইংরেজি[][]
ওয়েবসাইটkarunadu.gov.in
বন্ধ

কর্ণাটকের পশ্চিমে আরব সাগর, উত্তর-পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ-পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ-পশ্চিমে কেরল অবস্থিত। রাজ্যের মোট আয়তন ১,৯১,৯৭৬ বর্গকিলোমিটার (৭৪,১২২ বর্গমাইল) (ভারতের মোট ভৌগোলিক আয়তনের ৫.৮৩%)। কর্ণাটক আয়তনের হিসেবে ভারতের অষ্টম বৃহত্তম এবং জনসংখ্যার হিসেবে ভারতের নবম বৃহত্তম রাজ্য। এই রাজ্যে ৩০টি জেলা রয়েছে। রাজ্যের সরকারি তথা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কন্নড়

কর্ণাটক দুটি প্রধান নদী অববাহিকায় অবস্থিত। রাজ্যের উত্তরে রয়েছে কৃষ্ণা ও তার উপনদীগুলির (ভীমা, ঘটপ্রভা, বেদবতী, মালপ্রভাতুঙ্গভদ্রা)। দক্ষিণে রয়েছে কাবেরী ও তার উপনদীগুলির (হেমাবতী, শিমশা, অর্কবতী, লক্ষ্মণতীর্থ ও কবিনী) অববাহিকা। এই নদীগুলি পূর্ববাহী। সব কটিই বঙ্গোপসাগরে পড়েছে।

নাম ব্যুৎপত্তি

কর্ণাটক নামটির বুৎপত্তি বিষয়ে মতভেদ রয়েছে। সাধারণভাবে মনে করা হয় কর্ণাটক নামটি এসেছে কন্নড় কারুনাডু শব্দদুটি থেকে। এর অর্থ উচ্চ ভূমি। অন্য মতে, কারু নাড়ু শব্দটির প্রকৃত অর্থ কৃষ্ণ ভূমি; কারণ কর্ণাটকের বায়ালুসীমে অঞ্চলে কালো কার্পাস মৃত্তিকা দেখা যায়। ব্রিটিশরা কৃষ্ণা নদীর দক্ষিণে দক্ষিণ ভারতের উভয় দিকেরই নাম দিয়েছিল কর্ণাটিক অঞ্চল[]

ইতিহাস

কর্ণাটকের ইতিহাস অতি প্রাচীন। এখানে প্রাচীন প্রস্তর যুগের নানা নিদর্শন পাওয়া গিয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের একাধিক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই রাজ্য। এই সব সাম্রাজ্যের দার্শনিক ও চারণকবিরা যে সামাজিক, ধর্মীয় ও সাহিত্যিক আন্দোলনের সূচনা করেন, তার অস্তিত্ব আজও রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের দুটি ধারাতেই (কর্ণাটিকহিন্দুস্তানি) কর্ণাটকের অবদান রয়েছে। কন্নড় ভাষার লেখকেরা ভারতে সর্বাধিক সংখ্যক জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন। এই রাজ্যের রাজধানী বেঙ্গালুরু বর্তমান ভারতের একটি অগ্রণী বাণিজ্যিক ও প্রযুক্তি কেন্দ্র।

প্রশাসনিক বিভাগ

সারাংশ
প্রসঙ্গ

কর্ণাটকে ৩১ টি জেলা রয়েছে। প্রতিটি জেলা জেলা প্রশাসক (জিলাদার) দ্বারা পরিচালিত হয়। জেলাগুলি আরও উপ-জেলা (তালুক) মধ্যে বিভক্ত, যা উপ-কমিশনার (তালুকদার) দ্বারা পরিচালিত; উপ-বিভাগগুলি ব্লক (তহসিল/হোবলি) সমন্বয়ে গঠিত, যা ব্লক উন্নয়ন অফিসার (তহসিলদার) দ্বারা পরিচালিত, যা গ্রাম পরিষদ (পঞ্চায়েত), নগর পৌরসভা (পুরসভা), নগর পৌর কাউন্সিল (নগরসভা) এবং শহর পৌর কর্পোরেশন দ্বারা গঠিত (মহানগর পালিকে)।

আরও তথ্য ক্রম নং, বিভাগ ...
ক্রম নং বিভাগ রাজধানী ক্রম নং জেলা রাজধানী
বেলগাঁও বেলগাও বাগলকোট বাগালকোট
বেলগাবি বেলগাও
ধারওয়াড় ধাড়য়াড়
গদাগ গাদাগ
হাবেরী হাভেরী
উত্তর কন্নড় কারওয়াড়
বিজয়পুর বিজাপুর
বেঙ্গালুরু বেঙ্গালুরু বেঙ্গালুরু নগর বেঙ্গালুরু
বেঙ্গালুরু গ্রামীণ বেঙ্গালুরু
১০ চিকবল্লাপুর চিকাবল্লাপুর
১১ চিত্রদুর্গ চিত্রাদুর্গা
১২ দাবণগেরে ডাভানাগেরে
১৩ কোলার কোলার
১৪ রামনগর Ramanagara
১৫ শিবমোগ্গা শিমোগা
১৬ তুমকুর Tumkur
গুলবার্গা Gulbarga ১৭ বেল্লারী Ballari
১৮ বিদার Bidar
১৯ কলবুরগি Gulbarga
২০ কোপ্পাল Koppal
21 রায়চুর Raichur
22 যাদগিরি Yadgir
23 বিজয়নগর Hospete
মহীশূর Mysore 24 চামরাজনগর Chamarajanagar
25 চিকমাগালুর Chikmagalur
26 দক্ষিণ কন্নড় Mangalore
27 হাসান Hassan
28 কোড়গু Madikeri
29 মাণ্ড্য Mandya
30 মহীশূর Mysore
31 উড়ুপি Udupi
বন্ধ

অর্থনীতি

এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে ৩য় সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ১.২ লক্ষ কোটি রুপি আয়কর আদায় হয় এখানথেকে।

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.