যিহূদিয়া
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যিহূদিয়া (/dʒuːˈdiːə/;[১] হিব্রু: יהודה, আধুনিক: Yəhūda, টিবেরীয়: Yehūḏā; গ্রিক: Ἰουδαία; লাতিন: Iūdaea) হল ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীরস্থ পর্বতময় দক্ষিণাঞ্চলের প্রাচীন, ঐতিহাসিক, বাইবেলীয় হিব্রু, সমসাময়িক লাতিন এবং আধুনিক নাম। বাইবেলের পিতৃকুলপতি যাকোবের পুত্রের হিব্রু নাম যিহূদা থেকে এই নামটির উৎপত্তি, যেখানে যিহূদার বংশধরেরা বাইবেলীয় ইস্রায়েলের দ্বাদশ বংশের অন্যতম যিহূদার বংশ গঠন করে এবং পরবর্তীকালে যিহূদা রাজ্য গড়ে তোলে যা খ্রীষ্টপূর্ব ৯৩৪ থেকে খ্রীষ্টপূর্ব ৫৮৬ অব্দ পর্যন্ত টিকে ছিল।[২] বাবিলীয় বিজয়, পারসিক, হেলেনীয় এবং রোমীয় আমলে অঞ্চলটির নাম যথাক্রমে বাবিলীয় এবং পার্সীয় যিহূদ, হাশ্মোনীয় যিহূদিয়া এবং ফলস্বরূপ হেরোদীয় ও রোমীয় যিহূদিয়া প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল।[৩]
যিহূদিয়া | |
---|---|
![]() যিহূদিয়ার একটি পাহাড় | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/Israel" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র Israel" দুটির একটিও বিদ্যমান নয়। | |
স্থানাঙ্ক | ৩১°৪১′৫৬″ উত্তর ৩৫°১৮′২৩″ পূর্ব |
এর অংশ | ইসরায়েল ও পূর্ব তীর |
সর্বোচ্চ বিন্দু – উচ্চতা | হিব্রোণ পর্বত ১,০২০ মিটার (৩,৩৫০ ফুট) |
১৩৫ খ্রীষ্টাব্দে বার কোখবা বিদ্রোহের ফলস্বরূপ বিজয়ী রোমীয় সম্রাট হাদ্রিয়ান কর্তৃক এই অঞ্চলটির নাম পরিবর্তন করে রোমীয় সুরিয়ার সাথে একত্র করে সুরিয়া পলেষ্টিনা গঠন করা হয়। যিহূদিয়ার একটি বিরাট অংশ ১৯৪৮ এবং ১৯৬৭ সালের মধ্যে যর্দনীয় পশ্চিম তীরের অন্তর্ভুক্ত ছিল।[৪][৫] ভৌগোলিক পরিভাষা হিসাবে যিহূদিয়া শব্দটি বিশ শতকে ইসরায়েলের প্রশাসনিক জেলা যিহূদিয়া ও শমরিয়া অঞ্চল হিসাবে, যা সাধারণত পশ্চিম তীর হিসাবে চিহ্নিত, ইসরায়েলি সরকার পুনরুজ্জীবিত করেছিল।[৬]
ব্যুৎপত্তি
যিহূদিয়া নামটি "যিহূদা" নামের গ্রিক ও রোমীয় অভিযোজন, যা মূলত সেই নামের ইস্রায়েলীয় বংশ এবং পরবর্তীতে প্রাচীন যিহূদা রাজ্যের অঞ্চলটিকে ঘিরে রেখেছে। নিমরুদ ট্যাবলেট কে.৩৭৫১, তারিখের সি। খ্রিস্টপূর্ব 3৩৩ খ্রিস্টাব্দ, যিহূদা নামটির প্রথম দিকের জানা রেকর্ড (আসিরিয়ান কিউনিফর্মে ইয়ুদা বা KUR.ia-da-da-a-a নামে লেখা)।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.