ফুটবল ক্লাব লকোমতিভ মস্কো (রুশ: Футбольный клуб «Локомотив» Москва, ইংরেজি: FC Lokomotiv Moscow; এছাড়াও এফসি লকোমতিভ মস্কো নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি লকোমতিভ মস্কো তাদের সকল হোম ম্যাচ মস্কোর আরজেডডি এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৩২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো নিকোলিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির লেওনচেঙ্কোক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় ভেদ্রান চোরলুকা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
লকোমতিভ মস্কো
Thumb
পূর্ণ নামФутбольный клуб «Локомотив» Москва
(ফুটবল ক্লাব লকোমতিভ মস্কো)
ডাকনামLoko, Parovozy (বাষ্প ইঞ্জিন)
প্রতিষ্ঠিত২৩ জুলাই ১৯২২; ১০২ বছর আগে (1922-07-23)
মাঠআরজেডডি এরিনা, মস্কো
ধারণক্ষমতা২৭,৩২০[1]
মালিকরুশ রেলওয়ে
সভাপতিরাশিয়া ভ্লাদিমির লেওনচেঙ্কো
প্রধান কোচসার্বিয়া মার্কো নিকোলিচ
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ঘরোয়া ফুটবলে, এফসি লকোমতিভ মস্কো এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি রুশ প্রিমিয়ার লীগ, ৩টি রুশ জাতীয় ফুটবল লীগ এবং ১০টি রুশ কাপ শিরোপা রয়েছে।

ইতিহাস

লকোমতিভ মস্কো ১৯২২ সালে কাজানকা (মস্কোভস্কায়া-কাজান্সকায়া জেডএইচ.ডি) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২৪ সালে ক্লাবটি মস্কো রেলওয়ের বেশ কয়েকটি লাইনের শক্তিশালী ফুটবল খেলোয়াড়দের কেওআর ("ক্লাব অফ দ্য অক্টোবর বিপ্লব") হিসাবে একত্রিত করে। ১৯৩১ সালে, এই ক্লাবটির কাজানকা (মস্কোভস্কায়া-কাজান্সকায়া জেডএইচ.ডি) নামে পুনরায় নামকরণ করা হয়েছিল এবং ১৯৩৬ সালে, শেষ বারের মতো এটির নাম "লকোমতিভ মস্কো"-এ পরিবর্তন করা হয়েছিল, যা আজ পর্যন্ত বিদ্যমান। কমিউনিস্ট শাসনামলে, লকোমতিভ মস্কো ক্লাবটি লকোমতিভ স্বেচ্ছাসেবী ক্রীড়া সংস্থার অংশ ছিল এবং রুশ রেলওয়ের মাধ্যমে সোভিয়েত পরিবহন মন্ত্রনালয়ের কাজের সাথে জড়িত ছিল।

খেলোয়াড়

বর্তমান দল

৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[2]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
গো রাশিয়া গিলের্মে
রাশিয়া দিমিত্রি ঝিবগলিয়াদভ
নাইজেরিয়া রায়ান ইদোভু
জার্মানি বেনেডিক্ট হোভেডেস
রাশিয়া দিমিত্রি বারিনভ
পোল্যান্ড জেগর্জ ক্রিখোভিয়াক
পেরু জেফারসন ফারফান
১১ রাশিয়া আন্তোন মিরানচুক
১৪ ক্রোয়েশিয়া ভেদ্রান চোরলুকা (অধিনায়ক)
১৭ রাশিয়া রিফাত ঝেমালেতদিনভ
১৮ রাশিয়া আলেকসান্দ্র কলোমেয়ৎসেভ
১৯ পর্তুগাল এদের
২০ রাশিয়া ভ্লাদিস্লাভ ইগনাতেভ
নং অবস্থান খেলোয়াড়
২২ মন্টিনিগ্রো লুকা জর্জেভিচ
২৩ পর্তুগাল জুয়াও মারিও (ধারে)
২৭ ব্রাজিল মুরিলো সারকেইরা
২৮ ফিনল্যান্ড বরিস রতেনবের্গ
৩০ গো রাশিয়া নিকিতা মেদভেদেভ
৩১ পোল্যান্ড মাচেই রেবুস
৩৩ জর্জিয়া (রাষ্ট্র) সলোমান ভির্কভেলিয়া
৫৯ রাশিয়া আলেকসি মিরানচুক
৬৭ রাশিয়া রোমান তুগারেভ
৭৭ গো রাশিয়া আন্তোন কোচেনকভ
৮৪ রাশিয়া মিখাইল লিসভ
৯৪ রাশিয়া দিমিত্রি রিবচিনস্কি
বন্ধ

অর্জন

ঘরোয়া

লীগ
  • সোভিয়েত শীর্ষ লীগ / রুশ প্রিমিয়ার লীগ
    • চ্যাম্পিয়ন (৩): ২০০২, ২০০৪, ২০১৭–১৮
    • রানার-আপ (৬): ১৯৫৯, ১৯৯৫, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০১৮–১৯
  • সোভিয়েত প্রথম লীগ / রুশ জাতীয় ফুটবল লীগ
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৪৭, ১৯৬৪, ১৯৭৪
    • রানার-আপ (২): ১৯৭১, ১৯৮৭
কাপ
  • সোভিয়েত কাপ / রুশ কাপ
    • চ্যাম্পিয়ন (১০): ১৯৩৬, ১৯৫৭, ১৯৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৯–২০০০, ২০০০–০১, ২০০৬–০৭, ২০১৪–১৫, ২০১৬–১৭, ২০১৮–১৯
    • রানার-আপ (২): ১৯৮৯–৯০, ১৯৯৭–৯৮
  • সোভিয়েত সুপার কাপ / রুশ সুপার কাপ
    • চ্যাম্পিয়ন (৩): ২০০৩, ২০০৫, ২০১৯
    • রানার-আপ (৪): ২০০৮, ২০১৫, ২০১৭, ২০১৮

আন্তর্জাতিক

  • উয়েফা কাপ চ্যাম্পিয়নস কাপ
    • সেমিফাইনাল (২): ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯
  • কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটস কাপ
    • চ্যাম্পিয়ন (১): ২০০৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.