২০১৯–২০ রুশ প্রিমিয়ার লিগ রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবলের ২৮তম মৌসুম এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমান রুশ প্রিমিয়ার লিগের নামের অধীনে ১৬তম মৌসুম। জিনিত সেন্ট পিটার্সবার্গ এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন।[2] এই মৌসুমে তামবভ এবং সোচি ২০১৮–১৯ রুশ ফুটবল জাতীয় লিগ হতে যোগদান করেছিল এবং ইয়েনিসিয় ক্রাস্নোইয়ার্স্ক এবং আনঝি মাখাচকালা ২০১৯–২০ রুশ ফুটবল জাতীয় লিগ অবনমিত হয়েছিল।
মৌসুম | ২০১৯–২০ |
---|---|
তারিখ | ১৬ আগস্ট ২০১৯ – ২২ জুলাই ২০২০[1] |
← ২০১৮–১৯ ২০২০–২১ → |
দল
স্টেডিয়াম এবং অবস্থান
জিনিত সেন্ট পিটার্সবার্গ | রুবিন কাজান | রস্তভ | ক্রিলিয়া সভিয়াতভ সামারা |
---|---|---|---|
ক্রেস্তভস্কি স্টেডিয়াম | কাজান এরিনা | রস্তভ এরিনা | সামারা এরিনা |
ধারণক্ষমতা: ৬৭,৮০০ | ধারণক্ষমতা: ৪৫,০৯৩ | ধারণক্ষমতা: ৪৫,০০০ | ধারণক্ষমতা: ৪৪,৯১৮ |
স্পার্তাক মস্কো | উরাল ইয়েকাতেরিনবুর্গ | ||
অতক্রিতিয়ে এরিনা | কেন্দ্রীয় স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৪৪,৩০৭ | ধারণক্ষমতা: ৩৫,৬৯৬ | ||
ক্রাস্নোদার | আখমাত গ্রজনিয় | ||
ক্রাস্নোদার স্টেডিয়াম | আখমাত-এরিনা | ||
ধারণক্ষমতা: ৩৪,২৯১ | ধারণক্ষমতা: ৩০,৫৯৭ | ||
সিএসকেএ মস্কো | লকোমতিভ মস্কো | ||
ভিইবি এরিনা | আরজেডডি এরিনা | ||
ধারণক্ষমতা: ৩০,৪৫৭ | ধারণক্ষমতা: ২৭,৩২০ | ||
সোচি | তামবভ | ||
ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম | মর্ডোভিয়া এরিনা | ||
ধারণক্ষমতা: ৪৭,৬৫৯ | ধারণক্ষমতা: ৪৪,৪৪২ | ||
আর্সেনাল তুলা | দিনামো মস্কো | উফা | অরেনবুর্গ |
আর্সেনাল স্টেডিয়াম | ভিটিবি এরিনা | নেফতিয়ানিক স্টেডিয়াম | গাজোভিক স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২০,০৪৮ | ধারণক্ষমতা: ২৬,৩১৯ | ধারণক্ষমতা: ১৫,১৩২ | ধারণক্ষমতা: ৭,৫২০ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.