Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৯–২০ রুশ প্রিমিয়ার লিগ রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবলের ২৮তম মৌসুম এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমান রুশ প্রিমিয়ার লিগের নামের অধীনে ১৬তম মৌসুম। জিনিত সেন্ট পিটার্সবার্গ এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন।[২] এই মৌসুমে তামবভ এবং সোচি ২০১৮–১৯ রুশ ফুটবল জাতীয় লিগ হতে যোগদান করেছিল এবং ইয়েনিসিয় ক্রাস্নোইয়ার্স্ক এবং আনঝি মাখাচকালা ২০১৯–২০ রুশ ফুটবল জাতীয় লিগ অবনমিত হয়েছিল।
মৌসুম | ২০১৯–২০ |
---|---|
তারিখ | ১৬ আগস্ট ২০১৯ – ২২ জুলাই ২০২০[১] |
← ২০১৮–১৯ ২০২০–২১ → |
জিনিত সেন্ট পিটার্সবার্গ | রুবিন কাজান | রস্তভ | ক্রিলিয়া সভিয়াতভ সামারা |
---|---|---|---|
ক্রেস্তভস্কি স্টেডিয়াম | কাজান এরিনা | রস্তভ এরিনা | সামারা এরিনা |
ধারণক্ষমতা: ৬৭,৮০০ | ধারণক্ষমতা: ৪৫,০৯৩ | ধারণক্ষমতা: ৪৫,০০০ | ধারণক্ষমতা: ৪৪,৯১৮ |
স্পার্তাক মস্কো | উরাল ইয়েকাতেরিনবুর্গ | ||
অতক্রিতিয়ে এরিনা | কেন্দ্রীয় স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৪৪,৩০৭ | ধারণক্ষমতা: ৩৫,৬৯৬ | ||
ক্রাস্নোদার | আখমাত গ্রজনিয় | ||
ক্রাস্নোদার স্টেডিয়াম | আখমাত-এরিনা | ||
ধারণক্ষমতা: ৩৪,২৯১ | ধারণক্ষমতা: ৩০,৫৯৭ | ||
সিএসকেএ মস্কো | লকোমতিভ মস্কো | ||
ভিইবি এরিনা | আরজেডডি এরিনা | ||
ধারণক্ষমতা: ৩০,৪৫৭ | ধারণক্ষমতা: ২৭,৩২০ | ||
সোচি | তামবভ | ||
ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম | মর্ডোভিয়া এরিনা | ||
ধারণক্ষমতা: ৪৭,৬৫৯ | ধারণক্ষমতা: ৪৪,৪৪২ | ||
আর্সেনাল তুলা | দিনামো মস্কো | উফা | অরেনবুর্গ |
আর্সেনাল স্টেডিয়াম | ভিটিবি এরিনা | নেফতিয়ানিক স্টেডিয়াম | গাজোভিক স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২০,০৪৮ | ধারণক্ষমতা: ২৬,৩১৯ | ধারণক্ষমতা: ১৫,১৩২ | ধারণক্ষমতা: ৭,৫২০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.