এক্সামিটার (ইংরেজি: Exametre; এসআই প্রতীক: Em) হল দূরত্ব তুলনা করার জন্য একটি দৈর্ঘ্য, যা ১০১৮ মিটার (১ Em বা ১০৫.৭ আলোক বর্ষ) থেকে শুরু হয়।

Thumb
দৈর্ঘ্যের বিশালত্বের অনুক্রমসমূহ ১ই১৮মি:হলুদ তীর দিয়ে এক হাজার আলোক বর্ষ ব্যাসার্ধ বৃত্তে এবং গোলীয় ক্লাস্টার মেসিয়া ৫ এর সাথে ১০০ আলোক বর্ষ বৃত্তের ডান দিকে এবং সামনে কারিনা নীহারিকা; গোলীয় ক্লাস্টার ওমেগা সেন্টুরি উভয় বাম দিকে; পটভূমিতে ১৪০০ আলোক বর্ষ প্রশস্ত তারান্তুলা নীহারিকা।

১ Em থেকে কম দূরত্ব

  • ১.৬ Em — ১৭২ ± ১২.৫ আলোক বর্ষ — ওমেগা সেন্টুরির ব্যাস (বৃহত্তমের একটি যা গোলীয় ক্লাস্টার নামে পরিচিত, সম্ভবত মিলিয়নের বেশি নক্ষত্র রয়েছে।)[1][2]
  • ৬.১ Em — ৬৪০ আলোক বর্ষ — আর্দ্রা থেকে হিপঅ্যাক্স অনুযায়ী দূরত্ব।[3]

১০ Em থেকে বেশি দূরত্ব

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.