ওয়েলসীয় ভাষা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়েলশ ভাষা (ওয়েল্শ্: Cymraeg; ওয়েলশ উচ্চারণ: খম্রাই্যক্) যুক্তরাজ্যর ওয়েল্সে প্রচলিত ভাষা। কেল্টীয় ভাষাসমূহের ব্রিথনীয় দলের সদস্য এই ভাষায় প্রায় সাড়ে সাত লক্ষ লোক কথা বলেন। ওয়েল্স ছাড়াও ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার পাতাগোনিয়াতে এটি প্রচলিত।
ওয়েলশ | |
---|---|
Cymraeg, y Gymraeg | |
উচ্চারণ | টেমপ্লেট:IPA-cy |
দেশোদ্ভব | ওয়েলস আর্জেন্টিনা |
অঞ্চল | সম্পূর্ণ ওয়েলস জুড়ে এবং আর্জেন্টিনার ছুবুট প্রদেশে কথ্য। |
মাতৃভাষী | ৪৮০,০০০ (২০০৪) — ওয়েলস: ৩১৫,০০০ অনর্গল কথা বলে[১] — ইংল্যান্ড: ১৫০,০০০ [২] — ছুবুট প্রদেশ, আর্জেন্টিনা: ৫,০০০ [৩] — মার্কিন যুক্তরাষ্ট্র: ২,৫০০ [৪] — কানাডা: ২,২০০ [৫] |
লাতিন (ওয়েলশ বর্ণমালা) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ওয়েলস |
নিয়ন্ত্রক সংস্থা | মেরি হুওস, ওয়েলশ ভাষা কমিশনার (১লা এপ্রিল ২০১২ থেকে)[৬] এবং ওয়েলশ সরকার (Llywodraeth Cymru) |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | cy |
আইএসও ৬৩৯-২ | wel (বি) cym (টি) |
আইএসও ৬৩৯-৩ | cym |
লিঙ্গুয়াস্ফেরা | 50-ABA |
![]() প্রধান এলাকা অনুযায়ী ওয়েলশ ভাষাভাষী সংখ্যা শতকরা |
ব্রিটিশ দ্বীপপুঞ্জে যখন জার্মানীয় ও গ্যালীয় জাতিরা উপনিবেশ স্থাপন করছিল, তখন ওয়েল্সের ব্রিথনীয় ভাষাভাষীরা ইংল্যান্ডের বাকী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ওয়েল্স, কর্নিশ ও ক্যাম্ব্রিয়ান ভাষার উৎপত্তি ঘতে। ১১শ শতকে কাম্ব্রিয়ান ভাষা এবং ১৮শ শতকে কর্নিশ ভাষা বিলুপ্ত হয়ে যায়।
১২শ থেকে ১৪শ শতকের ওয়েল্শ্ ভাষাকে মধ্য ওয়েল্শ বলা হয় এবং এর অনেক লিখিত নিদর্শন আছে। ম্যাবিনোজিয়ন (Mabinogion; ওয়েলশ উচ্চারণ: মাবিনগিঅন্) নামের মধ্যযুগীয় গল্পগাথা এই মধ্য ওয়েল্শ্ ভাষায় লিখিত। বিখ্যাত ওয়েল্শ কবি ডেভিড গুইলিম (Dafydd ap Gwilym; ওয়েলশ উচ্চারণ: দাভিদ্ আপ্ গুইল্যিম্) যে ভাষা ব্যবহার করতেন, তা ছিল ১৪শ-১৬শ শতকের প্রাথমিক পর্বের আধুনিক ওয়েল্শ ভাষা। ১৫৮৮ সালে উইলিয়াম মর্গ্যান (William Morgan) ওয়েল্শ ভাষায় বাইবেল অনুবাদ করলে ভাষাটি স্থিতিশীলতা লাভ করে।
ওয়েল্শ একটি সংখ্যালঘু ভাষা হিসেবে ইংরেজির কাছ থেকে হুমকির সম্মুখীন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভাষাটির প্রতি সমর্থন ও ওয়েল্শ জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। বর্তমান ওয়েল্শ শিশু কিশোরেরা সচেতনভাবে ওয়েল্শ ভাষায় কথা বলে। ওয়েল্শ বাবা-মায়েরাও ওয়েল্শ মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের পড়ান। ওয়েল্শ জনগণের অধিকাংশই মনে করে তাদের ভাষার ইংরেজির সমান মর্যাদা পাওয়া উচিত। তবু বেশির ভাগ ওয়েল্শ্ভাষীই ইংরেজিতেও কথা বলতে পারে।
যুক্তরাজ্যে বেশির ভাগ ওয়েল্শ স্কুলে ১৬ বছর বয়স পর্যন্ত ওয়েল্শ ভাষা শিক্ষা বাধ্যতামূলক। ওয়েল্সের বেতার, টিভি, ও দৈনন্দিন কর্মকাণ্ডে ভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.